এক্সপ্লোর
Advertisement
বিজেপি মুসলিমদের ভোটে টিকিট দিতে পারলে ভাল হত, রাজ্যে সরকার হলে ওদের পুষিয়ে দেব, উত্তরপ্রদেশে নকভি
নয়াদিল্লি: চলতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট দিতে পারলে ভাল হত বলে অভিমত জানালেন মুখতার আব্বাস নকভি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে নির্বাচনকে ২০১৯-এর সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে, তাতে একজনও মুসলিম প্রার্থী নেই নরেন্দ্র মোদীর দলের, কিন্তু রাজ্যে মুসলিমদের উপস্থিতি উপেক্ষনীয় নয় মোটেই।
এ নিয়ে এর আগে তাঁর মতোই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনাথ সিংহ, উমা ভারতী প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা। আজ যখন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী নকভি এমন মত জানালেন, সেদিনই উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়ে গেল সেখানে এদিন ১১টি জেলার ৫১টি বিধানসভা আসনে ভোট হয়েছে। সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ ৮ মার্চ।
নকভি অবশ্য এও বলেন, বিজেপি সমাজের সব অংশকে সঙ্গে নিয়ে এগনোয় বিশ্বাসী। আমরা সবার সহযোগিতা নিয়েই কেন্দ্রে সরকার গড়েছি, একইভাবেই সরকার হবে রাজ্যেও।
রাজ্যে দল সরকার গড়তে পারলে ওদের উদ্বেগ নিরসন করব, ওদের সঠিক ভাবে পুষিয়ে দেওয়া হবে, বলেন তিনি। তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
কয়েকদিন আগেই একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে রাজনাথ বলেন, বিজেপির উত্তরপ্রদেশ নির্বাচনে মুসলিমদের প্রার্থী করা উচিত ছিল। রাজনাথের এহেন মত গতকাল সমর্থন করেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতী। তবে একইসঙ্গেই উমা জানান, ভোটের প্রার্থী করার সময় সংশ্লিষ্ট প্রার্থীর জেতার সম্ভাবনা কতটা, সেটাই সবার আগে বিচার করে দেখা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement