এক্সপ্লোর
Advertisement
‘নারীদের স্বাধীনতার প্রয়োজন নেই’, আদিত্যনাথের ওয়েবসাইটে নিবন্ধে মন্তব্য, ক্ষমা চাওয়ার দাবি কংগ্রেসের
নয়াদিল্লি: নিজের ওয়েবসাইটে একটি নিবন্ধ ঘিরে বিতর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই নিবন্ধে মহিলাদের হেয় করা হয়েছে বলে অভিযোগ তুলে যোগীর ক্ষমা চাওয়ার দাবি জানাল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, নিবন্ধে ‘অসম্মানজনক, কুরুচিকর ও অপমানজনক’ মন্তব্যের জন্য ভারতীয় মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত যোগী আদিত্যনাথের।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওয়েবসাইট যোগীআদিত্যনাথ ডট ইন-এ প্রকাশিত নিবন্ধের প্রসঙ্গ উল্লেখ করে ওই মন্তব্য করেছেন সুরজেওয়ালা। ওয়েবসাইটের কমেন্ট সেকশনের একেবারে মাথায় রয়েছে হিন্দিতে লেখা ওই নিবন্ধ। তবে ওই নিবন্ধ কবে পোস্ট করা হয়েছে, তা স্পষ্ট নয়।
নিবন্ধের একটি অংশ লেখা রয়েছে, ‘শাস্ত্রে মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। লাগামছাড়া ও অনিয়ন্ত্রিত শক্তি ধ্বংস ডেকে আনে। তাই মহিলাদেরও স্বাধীনতার প্রয়োজন নেই, তাঁদের সুরক্ষা ও সঠিক পথে চালিত করার প্রয়োজন রয়েছে।শৈশবে স্ত্রীশক্তি সুরক্ষিত থাকে বাবার দ্বারা,যৌবনে স্বামীর দ্বারা ও বার্ধক্যে পুত্রের দ্বারা’।
জানা গেছে, ২০১০-এ সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় আদিত্যনাথের সাপ্তাহিক জার্নালে নিবন্ধটি প্রথম প্রকাশ্যে আসে।
নিবন্ধের এই অংশ উল্লেখ করেই আদিত্যনাথকে নিশানা করেছেন কংগ্রেস নেতা সুরজেওয়ালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মহিলাদের সমান অধিকারের কথা বলেন। কিন্তু আদিত্যনাথের নিবন্ধে বিজেপির আসল মনোভাবই বেরিয়ে এসেছে।
সুরজেওয়ালা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহর ওই মন্তব্যের নিন্দা করা উচিত এবং ওই নিবন্ধটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement