এক্সপ্লোর
Advertisement
দেশকে পৈতেধারী ও পৈতেহীনে ভাগ করে ফেলেছেন রাহুল, বললেন যোগী আদিত্যনাথ
লখনউ: কংগ্রেসের কাজই হল বিভাজন। প্রথমে দেশ ভাগ করেছে ওরা। স্বাধীনতার পর জাতি, ক্ষেত্র, ভাষা, মত ও ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করেছে। আর এখন পৈতেধারী ও পৈতেহীনের মধ্যেও বিভাজনের চেষ্টা করছে। উত্তরপ্রদেশে ১৬টি পুরনিগমের মধ্যে ১৪টিই জিতে এ কথা বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এবিপি আনন্দকে যোগী বলেছেন, গুজরাতে বিজেপির পথ আটকাতে পারে এমন কেউ নেই। গুজরাত গোটা দেশের সামনেই উন্নয়নের মডেল। সে রাজ্যের মানুষ কখনও পরিবারবাদ ও জাতিবাদকে স্বীকার করবে না। কংগ্রেসের সহ সভাপতির কড়া সমালোচনা করে তাঁর মন্তব্য, এতদিনে রাহুল গাঁধীর মন্দিরের কথা মনে পড়েছে।
পুরভোটে জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে। তাঁর কথায়, পরিবাদবাদ ও জাতিবাদ উত্তরপ্রদেশকে পিছে ফেলছিল, মোদী ও শাহ রাজ্যবাসীকে তার থেকে মুক্তি দিয়েছেন। নিজেকে প্রধানমন্ত্রীর সেপাই বলে ব্যাখ্যা করে তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রীর আর্থিক সংস্কারে জনতা সিলমোহর দিয়েছেন। ফলে তাঁদের দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে।
দেখুন তাঁর সাক্ষাৎকার
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement