এক্সপ্লোর
Advertisement
যোগী আদিত্যনাথের কুকুর কালুও এখন ইন্টারনেট সেলিব্রিটি
দ্বারিকা তিওয়ারি জানিয়েছেন, দিল্লির এক মন্দিরের জনৈক ভক্ত যোগীকে ছোট্ট ওই কালো কুকুরটি উপহার দেন।
লখনউ: যোগী আদিত্যনাথ শুধু গোসেবা করেন না, কুকুরও পোষেন। কালো ল্যাব্রাডর রয়েছে তাঁর, নাম কালু। মাংস টাংস নয়, তার প্রিয় খাদ্য পনীর। সেই কালু এখন রীতিমত অনলাইন সেনসেশন।
যোগীর আগের কুকুরের নাম ছিল রাজাবাবু। সে মারা গিয়েছে, এসেছে কালু। ২০১৬-র ডিসেম্বরে গোরক্ষনাথ মন্দিরে তাকে আনা হয়, তার ৩ মাস পর জানুয়ারিতে আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন। রাজাবাবু মারা যাওয়ার পর থেকে আদিত্যনাথের অত্যন্ত মন খারাপ ছিল, কালু আসার পর তিনি কষ্ট সামলে উঠেছেন। গোরক্ষনাথ মন্দিরের অফিস ইন চার্জ দ্বারিকা তিওয়ারি জানিয়েছেন, আদিত্যনাথ ভীষণ ভালবাসেন তাঁর কুকুরকে। উল্টোদিকে কালুও মুখ্যমন্ত্রীর দারুণ ন্যাওটা, যোগী গোরক্ষপুর ফিরলেই জুড়ে দেয় তুমুল লাফঝাঁপ।
UP Chief Minister Yogi Adityanath's pet dog 'Kaalu' greets him, in Gorakhpur pic.twitter.com/IMgkupRhPL
— ANI UP (@ANINewsUP) April 30, 2017
দ্বারিকা তিওয়ারি জানিয়েছেন, দিল্লির এক মন্দিরের জনৈক ভক্ত যোগীকে ছোট্ট ওই কালো কুকুরটি উপহার দেন। কিছুদিন দিল্লিতেই রাখা হয় তাকে, তারপর নিয়ে আসা হয় গোরক্ষপুরে। মন্দিরের সকলের ধারণা, কালু যোগীর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি নিজেই রোজ কালুকে খাইয়ে দিতেন, যত্নআত্তি করতেন।
কালুর অনেক গুণ। কুকুর হয়েও সে বিশুদ্ধ শাকাহারী, দুধ রুটি খায় বা মন্দিরের প্রসাদ। যোগী না থাকলে তাঁর সহকারী হিমালয় গিরি দেখাশোনা করেন তাকে। তার জন্য আবার বিশেষ ব্যবস্থা আছে, যাতে আবহাওয়া পরিবর্তন হলে সে যেন অসুখবিসুখে না পড়ে। মুখ্যমন্ত্রী নিয়মিত গোরক্ষপুরে আসেন, আর খবর পেলেই কালু ছোটে তাঁর সঙ্গে দেখা করতে। যতক্ষণ তিনি মন্দির চত্বরে থাকেন, কালু তাঁর সঙ্গ ছাড়ে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement