এক্সপ্লোর
১২৫ কোটি ভারতীয়র স্বপ্নপূরণের জেদই এগিয়ে নিয়ে যায় আমাকে, বললেন মোদী

নয়াদিল্লি: বিদেশে বসবাসকারী ভারতীয়রা ‘জেট ল্যাগে’র কথা বললেও তিনি কখনও ক্লান্ত হন না বলে জানালেন নরেন্দ্র মোদী।প্রথম টাউনহল আলাপচারিতায় তিনি বলেন, ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণের জেদই তাঁকে সবসময় এগিয়ে দেয়। শনিবারের অনুষ্ঠানে তিনি বেশ কিছু প্রশ্নের জবাব দেন। বলেন, উনি (প্রশ্নকর্তা) জানতে চাইলেন, কী করে আমি এত সফর করতে পারি। সফর থেকে সোজা অফিসে কাজেও যোগ দিই! অনেকদিন ধরেই অনেকের মুখে প্রশ্নটা শুনেছি। তাঁরা বলেন, আপনি কি ক্লান্ত বোধ করেন না? আসলে ১২৫ কোটি দেশবাসী, তাঁদের স্বপ্ন, তাঁদের অবস্থা...তাঁদের সঙ্গে হৃদয় থেকে জুড়ে থাকি আমি। তাই আমি চেষ্টা করি, যতটা সময়, শক্তি আছে, সবটুকু তাঁদের জন্য দিতে। কেউ কেউ বলে, আমার এত এনার্জি যে, আপনি এত কাজ করতে পারেন। কিন্তু এটা ভুল কথা। একবার যদি আপনি জেনে রাখেন, আপনাকে এই কাজটা করতেই হবে, দেখবেন এনার্জি আপনা থেকেই আসে। ভগবাব সবাইকে সমান শক্তি দিয়ে পাঠান বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কিছু লোক শক্তিটাকে চেপে রাখে, কেউ তার স্ফূরণ ঘটায়। আমি আমার শক্তিকে লক্ষ্য পূরণের কথা মাথায় রেখে কাজে লাগাই। তাই আমার এনার্জি বেড়ে চলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















