National Creators Award: ডিজিটাল দুনিয়ায় কাজের স্বীকৃতি মোদি সরকারের! দিল্লিতে প্রথম Creator Award
National Creators Award 2024 Winners: ২০ টি ক্যাটেগরিতে ২৩ জন ডিজিটাল ক্রিয়েটরকে পুরস্কার দেওয়া হয়েছে এদিন।
নয়াদিল্লি: ডিজিটাল দুনিয়ায় কাজের জন্য স্বীকৃতি মোদি সরকারের। এই বছর প্রথম দেওয়া হচ্ছে ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড (national creators award 2024)। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে শুরু হয়েছে অনুষ্ঠান। ২৩ জন ডিজিটাল ক্রিয়েটরকে বিভিন্ন ক্যাটেগরিতে (national creators award 2024 winners list) দেওয়া হবে এই পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ৩ জন আন্তর্জাতিক ব্য়ক্তিত্বও।
বিপুল বড় তালিকার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এই কয়েকজনকে। ২০ টি ক্যাটেগরিতে (national creators award 2024 winners list india) মোট দেড় লক্ষ মনোনয়ন জমা পড়েছিল এই পুরস্কারের জন্য। ভোটের সময় ডিজিটাল ক্রিয়েটরদের জন্য সব ক্যাটেগরি মিলিয়ে মোট ১০ লক্ষ ভোট পড়েছিল। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে এই ২৩ জনকে। এই অনুষ্ঠানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিজের X হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি। সামাজিক উন্নয়নের বার্তা, পরিবেশ রক্ষার বার্তা, শিক্ষা-সহ একাধিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়েটরদের সৃজনশীলতা ও দক্ষতাকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কোন কোন ক্যাটেগরিতে এই পুরস্কার? কারা পেলেন?
বেস্ট স্টোরিটেলার অ্যাওয়ার্ড: কৃত্তিকা গোবিন্দস্বামী (Keerthika Govindasamy)
দ্য ডিসরাপ্টর অফ দি ইয়ার: রণবীর আলাহবাদিয়া (Ranveer Allahbadia)
সেলেব্রিটি ক্রিয়েটর অফ দি ইয়ার: আমন গুপ্তা (Aman Gupta)
গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড: পঙক্তি পান্ডে (Pankti Pandey)
বেস্ট ক্রিয়েটর ফর সোশ্যাল চেঞ্জ: জয়া কিশোরী (Jaya Kishori)
মোস্ট ইমপ্যাক্টফুল এগ্রি অ্যাওয়ার্ড:
কালচারাল অ্যাম্বাসাডর অফ দি ইয়ার: মৈথিলি ঠাকুর (Maithili Thakur)
ইন্টারন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড: ড্রিউ হিকস (Drew Hicks)
বেস্ট ট্র্যাভেল ক্রিয়েটর অ্যাওয়ার্ড:
স্বচ্ছতা অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ড:
দ্য নিউ ইন্ডিয়া চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড:
টেক ক্রিয়েটর অ্যাওয়ার্ড:
হেরিটেজ ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড:
মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটর (পুরুষ ও নারী): শ্রদ্ধা (Shraddha) এবং আরজে রৌনক (RJ Raunak)
বেস্ট ক্রিয়েটর অফ ফুড ক্যাটেগরি: কবিতা সিংহ (Kabita Singh)
বেস্ট ক্রিয়েটর ইন এডুকেশন ক্যাটেগরি: নমন দেশমুখ (Naman Deshmukh)
বেস্ট ক্রিয়েটর ইন গেমিং ক্যাটেগরি: নিশ্চয় (Nishchay)
বেস্ট মাইক্রো ক্রিয়েটর: Aridaman
বেস্ট ন্যানো ক্রিয়েটর: পীযূষ পণ্ডিত (Piyush Pandit)
বেস্ট হেলথ অ্যান্ড ফিটনেস ক্রিয়েটর: Ankit Baiyanpuri
আন্তর্জাতিক ক্যাটেগরিতে কার কার মনোনয়ন ছিল?
ন্য়াস ডেইলি (Nas Daily), কিলি পল (Kili Paul), মায়ো মুরাসাকি (Mayo Murasaki), কাসান্দ্রা মে, ড্রিউ হিকস
আরও পড়ুন: নারী দিবসে দাম কমল রান্নার গ্যাসের, সঙ্গে কী বার্তা দিলেন মোদি?