৫ রাজ্যের রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির, কালরাজ মিশ্র পেলেন রাজস্থান
যে পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলেন তিনি সেগুলি হল-- তেলঙ্গনা, রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও কেরল।
নয়াদিল্লি: জনপ্রিয় মুসলিম মুখ আরিফ মহম্মদ খান, -- যিনি তাৎক্ষণিক তিন তালাকের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং মুসলিম পার্সোনাল ল-এর সংস্কারের দাবিও করেছিলেন-- তাঁকে রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার, পাঁচ রাজ্যের রাজ্যপাল নিয়োগে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যে পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলেন তিনি সেগুলি হল-- তেলঙ্গনা, রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও কেরল। কালরাজ মিশ্র হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন। তাঁকে রাজস্থানের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। রাজস্থানের রাজ্যপাল ছিলেন কল্যাণ সিংহ। হিমাচলের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বন্দারু দত্তাত্রেয়। এর আগেও, হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন প্রবীণ বিজেপি নেতা বন্দারু। আচার্য দেবব্রতকে সরিয়ে তাঁকে ওই রাজ্যের রাজ্যপাল নিয়োগ করা হয়েছিল। এদিকে, বিদ্যাসাগর রাওকে সরিয়ে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিংহ কোশিয়ারিকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। আবার দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পি সদাশিবমকে সরিয়ে কেরলের নতুন রাজ্যপাল হলেন আরিফ মহম্মদ খান। শাহ বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে নিষ্ক্রিয় করতে নতুন আইন এনেছিল রাজীব গাঁধীর নেতৃত্বাধীন সরকার। এর প্রতিবাদে সরকার-ত্যাগ করেন আরিফ মহম্মদ খান। পাশাপাশি, তাৎক্ষণিক তিন তালাকের প্রতিবাদেও তিনি সোচ্চার হন। একইসঙ্গে দীর্ঘদিন ধরে মুসলিম পার্সোনাল ল-এর সংস্কারের দাবি করে আসছিলেন। উত্তরপ্রদেশের এই রাজনীতিবিদ ২০০৭ সালে বিজেপিতে যোগদান করলেও, তিনি তেমনভাবে সক্রিয় ছিলেন না। অন্যদিকে, ইএসএল নরসিংহকে সরিয়ে তেলঙ্গনার রাজ্যপাল নিযুক্ত হলেন তামিলিসাই সৌন্দরারাজন। ৫৮ বছরের সৌন্দরারাজন হলেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং দলের জাতীয় সম্পাদকও।