E20 Petrol Row: ‘আমার মাথার দামই ২০০ কোটি’, বললেন নিতিন গডকড়ী, E-20 পেট্রোল বিতর্কে ফের মুখ খুললেন
Nitin Gadkari: নাগপুরে আয়োজিত Agricos Welfare Society-র একটি সভায় এমন মন্তব্য করলেন তিনি।

নয়াদিল্লি: সাধারণ মানুষকে ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে বাধ্য করে, নিজেদের পকেট ভরানোর অভিযোগ উঠছে। সেই আবহে ফের মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী। জানালেন, জালিয়াতি না করে, সৎ পথে রোজগারের রাস্তা জানা আছে তাঁর। সেই সঙ্গে ঘোষণা করলেন, “আমার মাথার দামই ২০০ কোটি টাকা।” (E20 Petrol Row)
নাগপুরে আয়োজিত Agricos Welfare Society-র একটি সভায় এমন মন্তব্য করলেন তিনি। গডকড়ীকে বলতে শোনা গেল, “প্রতি মাসের হিসেবে আমার মাথার দাম ২০০ কোটি টাকা। টাকার ঘাটতি নেই আমার। অত নীচে নামি না আমি। সৎ পথে রোজগার করতে জানি।” (Nitin Gadkari)
ইথানল মেশানো পেট্রোলের দরুণ তাঁর দুই ছেলে লাভবান হচ্ছেন বলে অভিযোগ উঠছে। কিন্তু গডকড়ীর বক্তব্য, “ছেলেদের পরামর্শ দিই আমি। জালিয়াতি করি না। সম্প্রতি আমার ছেলে ইরান থেকে ৮০০ কন্টেনার আপেল আমদানি করে। পরিবর্তে ইরানে ১০০০ কন্টেনার কলা পাঠায়। ইরানের সঙ্গে টাকার লেনদেন নেই। আমার ছেলে আমদানি-রফতানিতে যুক্ত। আমারও চিনিকল, ভাঁটিখানা রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ব্যক্তিগত মুনাফার জন্য কৃষির সঙ্গে পরীক্ষানিরীক্ষা করছি না।”
"My brain is worth 200 CRORE per month. I know how to earn honestly.
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) September 14, 2025
~ Recently, my son imported 800 containers of apples from Iran & exported 1,000 containers of bananas. There are no monetary dealings with Iran"
Union minister Nitin Gadkari refutes all Forgery rumours🎯 pic.twitter.com/cmRxtCOcJB
ছোট ব্যবসায়ী, কৃষকদের জন্য যে তিনি ভাবিত, তাঁদের উন্নতির জন্য কাজ করছেন, তাও তুলে ধরেন নিতিন। জানান, সবজি বিক্রেতাদের তিনিই নাগপুর জুড়ে ‘ফ্রুট মল’ খোলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “আগেভাগেই বলে রাখছি আপনাদের, নিজের রোজগারের জন্য এসব করছি না আমি। নইলে অন্য কিছু ভাবতে পারেন আপনারা। আমার যথেষ্ট রোজগার রয়েছে।”
ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণের যে অভিযোগ উঠছে, তাতে নিতিনের নাম উঠে আসছে। অভিযোগ, ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে। অথচ তাতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, গাড়ি বেশি জ্বালানি খাচ্ছে, ফলে খরচও বাড়ছে। অথচ এতে নিতিনের দুই ছেলে লাভবান হচ্ছেন। কারণ তাঁর এক ছেলে, নিখিল গডকড়ীর সংস্থা Cian Agro Industries এবং অন্য ছেলে, সারং গডকড়ীর সংস্থা Manda Agro Industries-ই ইথানল মিশ্রিত পেট্রোল সরবরাহ করে।
কংগ্রেস নেতা পবন খেরা সেই নিয়ে সংবাদমাধ্য়মে বেশ কিছু নথিপত্রও পেশ করেন। তিনি বলেন, “২০২৪ সালের জুন মাসে গড়কড়ীর ছেলের সংস্থা, Cian Agro-র মুনাফা ছিল ১৮ কোটি, ২০২৫ সালের জুন মাসে তা বেড়ে একধাক্কায় ৫২৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ওই সংস্থার শেয়ারের দর ছিল ৩৭.৪৫ টাকা, অগাস্ট মাস আসতে আসতে তাতে ২১৮৪% বৃদ্ধি ঘটেছে। একধাক্কায় বেড়ে ৬৩৮ টাকা হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মজুরি না বাড়লেও, Cian Agro-র বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না।”
শুধু তাই নয়, পরিবেশের ক্ষতির দোহাই দিয়ে ইথানল মিশ্রিত জোর দেওয়া হলেও, এক লিটার ইথানল তৈরিতে প্রায় ৩০০০ লিটার জল খরচের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। এর আগেও, বিতর্কে মুখ খোলেন নিতিন। জানান, রাজনৈতিক ভাবে তাঁকে নিশানা করা হচ্ছে। টাকার বিনিময়ে অপপ্রচার করছেন কিছু লোক।






















