কোভিড-১৯: দেশে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি, ফের জানাল কেন্দ্র
লকডাউনের এই সময়ে দেশকে তিন বিভাগে বিভক্ত করা হয়েছে
নয়াদিল্লি: ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। ফের জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তবে, ১৭০টি জেলাকে কোভিড-১৯ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার মন্ত্রকের সচিব লব অগ্রবাল জানান, এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। তবে, কয়েকটি জায়গায় স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটেছে। এর আগে, গত সপ্তাহেও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে, দেশে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। এদিন ফের সেই মন্তব্যের পুনরাবৃত্তি শোনা গেল।
A total of 170 districts have been identified as #hotspots, while 207 districts as non-hotspots: Media briefing by @MoHFW_INDIA #IndiaFightsCorona #Lockdown2 pic.twitter.com/Azf3MwJSBj
— PIB India ???????? #StayHome #StaySafe (@PIB_India) April 15, 2020
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, লকডাউনের এই সময়ে দেশকে তিন বিভাগে বিভক্ত করা হয়েছে-- প্রথম হটস্পট জেলা, দ্বিতীয় নন-হটস্পট জেলা কিন্তু, যেখানে আক্রান্তের খোঁজ মিলেছে এবং তৃতীয় গ্রিন জোন জেলা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই চিহ্নিতকরণের পরই, ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, স্বাস্থ্য সচিব, কালেক্টর, পুলিশ সুপার, পুর কমিশনার এবং মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেখানে হটস্পট সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান করা হয় এবং সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্তরীয় পদক্ষেপের সুপারিশ ও নির্দেশ দেওয়া হয়। এর আগে, কেন্দ্র জানিয়েছিল, করোনাভাইরাসের এই 'চেন' ভাঙা সম্ভব যদি দেখা যায় কোনও বিশেষ অঞ্চল থেকে ২৮ দিনে একজন ব্যক্তিও আক্রান্ত হননি। তিনি আরও জানান, দেশে মোট ৬০২ হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই হাসপাতালগুলিতে ১২ হাজারের বেশি আইসিইউ সহ মোট ১.০৬ লক্ষ শয্যা রয়েছে।