এক্সপ্লোর
কী হল মানব শরীরে পরীক্ষার ফল? আজ জানাবে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড
অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড গবেষণার প্রথম পর্যায়ে ১,০০০ জন ব্রিটিশ স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে।আজ জানা যাবে ফল।
![কী হল মানব শরীরে পরীক্ষার ফল? আজ জানাবে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড Oxford University and AstraZeneca to publish eagerly-anticipated COVID-19 trial results today কী হল মানব শরীরে পরীক্ষার ফল? আজ জানাবে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/02170757/coronavirus.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ জানা যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার মানব শরীরে যে পরীক্ষা করেছে, তার কী ফল হল। দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত হবে এই তথ্য।
মানব শরীরে প্রাথমিক পরীক্ষার পর গবেষকরা বলেন, পরীক্ষামূলক এই টিকা মানব শরীরকে সার্স-কোভিড ২ থেকে দ্বিগুণ নিরাপত্তা দেবে। প্রথম পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন দেখা গিয়েছে, তাঁদের শরীরে অ্যান্টিবডি ও টি-সেল তৈরি হয়েছে, যা তাঁদের শরীরে তৈরি করেছে করোনা সংক্রমণের বিরুদ্ধে নিরাপত্তা বলয়। অ্যান্টিবডি হল সেই প্রোটিন, যা শরীরে অ্যান্টিজেন মেরে ফেলায় সক্রিয় ভূমিকা নেয়। আর টি সেল সংশ্লিষ্ট জীবাণু ও যে সব কোষে সে সংক্রমণ ঘটিয়েছে তা মেরে ফেলতে পারে। বিজ্ঞানীদের দাবি, অ্যান্টিবডি কয়েক মাসের বেশি থাকে না ঠিকই তবে টি-সেল রক্তে অনেক বেশি সময় থাকতে পারে।
অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড গবেষণার প্রথম পর্যায়ে ১,০০০ জন ব্রিটিশ স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে।আজ জানা যাবে ফল। এখন গবেষকরা তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই পর্যায়ে ব্রিটেন, ব্রাজিল, আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার হাজার হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা পরীক্ষা হবে। এরপর হতে পারে চ্যালেঞ্জ ট্রায়াল। অর্থাৎ যে স্বেচ্ছাসেবকরা তাঁদের শরীরে ইচ্ছাকৃতভাবে করোনা জীবাণু গ্রহণ করবেন, তাঁদের ওপর এই টিকা পরীক্ষা হবে। যদিও এই পরীক্ষা বিতর্কিত কারণ করোনার কোনও নির্দিষ্ট ওষুধ এখনও বার হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)