Sri Lanka Clash: বিক্ষোভকারীদের দিকে গুলি শ্রীলঙ্কার সাংসদের, পরে উদ্ধার দেহ
Sri Lanka Crisis: আরও একটি ভয়ঙ্কর ঘটনা শ্রীলঙ্কায়। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর মৃত অবস্থায় মিলল শ্রীলঙ্কার শাসক দলের এক সাংসদের দেহ।
নয়াদিল্লি: তীব্র অর্থনৈতিক সঙ্কট। সোমবার পদত্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর ঘটনা শ্রীলঙ্কায়। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর মৃত অবস্থায় মিলল শ্রীলঙ্কার শাসক দলের এক সাংসদের দেহ। সংবাদ সংস্থা এএফপি (AFP)-সূত্রে খবর, পুলিশ জানিয়েছে ওই সাংসদের নাম আমারাকিরথি আথুকোরালা (Amarakeerthi Athukorala)।
#BREAKING Ruling-party MP killed in Sri Lanka clashes: police pic.twitter.com/Ri6umuPWiX
— AFP News Agency (@AFP) May 9, 2022
কেন এই ঘটনা?
সূত্রের খবর, সাংসদ আমারাকিরথি আথুকোরালার (Amarakeerthi Athukorala) গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারীরা। সেই সময় বিক্ষোভকারীদের দিকে গুলি চালান তিনি। তাতে দুই জন জখম হন বলেও খবর। ঠিক তারপরেই কাছেই একটি বাড়িতে তার মৃতদেহ (Dead Body) মেলে। সূত্রের খবর, সেই বাড়িতে লোকানোর চেষ্টা করছিলেন ওই সাংসদ। এএফপি (AFP) সূত্রে খবর, পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরেই জনতা ক্ষেপে যায়। সেই সময় ওই এলাকা ছেড়ে পালান ওই সাংসদ। কাছেই একটি বাড়িতে লুকানোর চেষ্টা করছিলেন তিনি। সেই সময় ওই বাড়িটি ঘিরে ফেলেন উন্মত্ত জনতা। পুলিশ সূত্রে দাবি, সেই সময়েই নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন শ্রীলঙ্কার (Srilanka) শাসক দলের (rulling party) ওই সাংসদ। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। সাংসদের গুলিতে জখম দুই ব্যক্তির মধ্যে একজন পরে মারা গিয়েছেন।
কেন এত সংঘর্ষ:
শ্রীলঙ্কা কার্ফু চলছে। তা সত্ত্বেও হাজারে হাজারে বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। মাহিন্দ্রা রাজাপক্ষের (Mahindra Rajapakse) সমর্থকদের বিরুদ্ধেই রাস্তায় নামেন তাঁরা। একাধিক জায়গায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর মিলেছে। বাড়ছে আহতের সংখ্যাও। শ্রীলঙ্কা রাজধানী কলম্বোও (Colombo) জ্বলছে অশান্তির আঁচে।
আরও পড়ুন: পদ ছাড়লেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এবার রাজনৈতিক সঙ্কট?