India-Russia News: এবার ভারতের পাশে রাশিয়া? 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে', পহেলগাঁও হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা পুতিনের মন্ত্রীর
India-Russia: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, 'গতকাল রাশিয়ার বিদেশমন্ত্রী লভরভের সঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে আলোচনা হয়েছে.'

নয়া দিল্লি: পাকিস্তানের পর্দাফাঁস করতে রাশিয়ার সঙ্গে কথা বিদেশমন্ত্রীর। পহেলগাঁওকাণ্ড নিয়ে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা।
এদিন সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, 'গতকাল রাশিয়ার বিদেশমন্ত্রী লভরভের সঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রম সম্পর্কেও কথাও বলেছেন।'
EAM S Jaishankar posts on 'X': "Discussed the Pahalgam terrorist attack with FM Lavrov of Russia yesterday. Its perpetrators, backers and planners must be brought to justice. Also spoke about our bilateral cooperation activities." pic.twitter.com/b7W3jeJMDF
— ANI (@ANI) May 3, 2025
শনিবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল ভারত। বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সরাসরি হোক বা ঘুরপথে, পাকিস্তানি পণ্য কোনও ভাবেই এদেশে ঢুকতে পারবে না। পাকিস্তানের জাহাজের জন্য় বন্ধ সমস্ত ভারতীয় বন্দর। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে চিঠি এবং পার্সেল আদান-প্রদানও বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার।
এদিকে, পহেলগাঁও সন্ত্রাসে তাদের সরাসরি যোগ বেআব্রু হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা হচ্ছে পাকিস্তান। ফের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পহেলগাঁও সন্ত্রাসের ঘটনায় সর্বোতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ওয়াশিংটন আশা করে, পাকিস্তানি জঙ্গিদের খুঁজে বের করতে ভারতকে সহযোগিতা করবে ইসলামাবাদ।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রতিক্রিয়া জানিয়েছেন। ভান্স বলেন, তিনি আশা করেন যে ভারত পাকিস্তানকে এমনভাবে জবাব দেবে যাতে "বৃহত্তর আঞ্চলিক সংঘাত" এড়ানো যায় এবং একই সঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে ভারতের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।






















