Pakistan News : 'পাকিস্তান সর্বদা কাশ্মীরিদের পাশে', ফের একবার প্রতিশোধের হুঙ্কার মুনিরের, আবার কি নতুন ষড়যন্ত্র?
Asim Munir On Kashmir : একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য করে গিয়েছেন আসিম মুনির । আবারও তিনি কাশ্মীর নিয়ে হুমকি দিলেন।

কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। আমরা কখনই ভারতের দখলদারির বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না। গত ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে এমনই উস্কানিমূলক মন্তব্য় শোনা গেছিল পাকিস্তানের সেনাপ্রধানের মুখে। মুনিরের এমন হুমকির পরই পহেলগাঁওয়ে ঘটে যায় ভয়াবহ জঙ্গি হামলা। আবারও কাশ্মীর নিয়ে তর্জন গর্জন শুরু করলেন মুনির।
ধর্ম জানার পর খুন। হিন্দু পরিচয় জেনে, তারপর হত্য়া। বেছে বেছে মেরে ফেলা হয় পুরুষদের। ছাড় দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের! যাতে তারা পরে জানাতে পারে কীভাবে খুন করা হয়েছিল! পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় শিউরে ওঠে গোটা বিশ্ব। এরপর ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে বেছে বেছে প্রত্যাঘাত হানে। অপারেশ সিঁদুর। তখনও একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য করে গিয়েছেন আসিম মুনির । আবারও তিনি কাশ্মীর নিয়ে হুমকি দিলেন। শনিবার পাকিস্তানের নৌ একাডেমিতে ভাষণ দেওয়ার সময় মুনিরের আস্ফালন , ভারত পাকিস্তানের বিরুদ্ধে দুইবার বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছে। ভবিষ্যতে যে কোনও উত্তেজনার দায় আগ্রাসক পক্ষের উপরই বর্তাবে। মুনির আরও বলেন, পাকিস্তান সর্বদা কাশ্মীরিদের পাশে থাকবে। 'ভারত যদি আক্রমণ করে, পাকিস্তানও প্রতিশোধ নেবে। '
আসিম মুনির বলেন, 'ভারত যাকে সন্ত্রাসবাদ বলছে, আদতে তা একটি বৈধ সংঘাত। পাকিস্তান সর্বদা কাশ্মীরকে সাহায্য করবে।' মুনির এখানেই থেমে থাকেননি। বলেন, 'ভবিষ্যতে ভারত আক্রমণ করলে পাকিস্তানও জবাব দেবে। আমরা দুইবার জবাব দিয়েছি । প্রথমে আমরা ২০১৯ সালে বালাকোট বিমান হামলা ব্যর্থ করেছি এবং এখন অপারেশন সিন্দুর।'
পহেলগাঁও হামলার এক সপ্তাহ আগে, ১৬ এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের এক কনভেনশনে মুনির বলেছিলেন 'কাশ্মীর নিয়ে আমাদের দৃষ্টি ভঙ্গি, সরকারি দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার। কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। তাই আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না .... আমাদের পূর্বপুরুষরাও মনে করতেন যে আমরা হিনদুদের থেকে সব দিক থেকেই আলাদা। আমাদের ধর্ম আলাদা, আমাদের প্রথা আলাদা, আমাদের সংস্কৃতি-আচার আলাদা, আমাদের ভাবনা-চিন্তা আলাদা, আমাদের লক্ষ্যও আলাদা। '
আসিম মুনিরের একের পর এক মন্তব্য়, তারপর কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা। এবারও সেই একই সুরে হুঙ্কার ছাড়লেন পাক সেনাপ্রধান।






















