Pakistan News: ৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরাল বিশ্বের বিভিন্ন দেশ, ২০২৪ থেকে চলছে এই ট্রেন্ড
Pakistani Beggars: সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী মালয়েশিয়া, ওমান - এই সমস্ত দেশ থেকে পাকিস্তানি ভিখারিদের ফেরত পাঠানো হয়েছে।

Pakistan News: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তান সম্পর্কে প্রকাশ্যে এসেছে এমন এক তথ্য, যা শুনে চমকে যাওয়াই স্বাভাবিক। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২০২৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ ৫ হাজারেরও বেশি সংখ্যক ভিখারিকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। বোঝাই যাচ্ছে, এঁরা পাকিস্তানি ভিক্ষুক। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই তথ্য-পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তেমনটাই জানিয়েছে এএনআই। পাকিস্তানের জাতীয় বিধানসভায় একটি লিখিত বিবৃতি পেশ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই বলা হয়েছে, ২০২৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ ৫০২৪ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে।
সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী মালয়েশিয়া, ওমান - এই সমস্ত দেশ থেকে পাকিস্তানি ভিখারিদের ফেরত পাঠানো হয়েছে। শুধু ২০২৪ সালেই ৪৮৫০ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরানো হয়েছে। শীর্ষে ছিল সৌদি আরব। ৪৪৯৮ জন পাকিস্তানি ভিখারিকে ফেরত পাঠিয়েছিল সৌদি আরব। ইরাক ফেরত পাঠিয়েছিল ২৪২ জনকে। মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৪৯ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
২০২৫ সালেও চলছে পাকিস্তানে ভিখারিদের ফেরানোর এই প্রক্রিয়া। মোট ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে এখনও পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরানো হয়েছে বলে জানা গিয়েছে। সৌদি আরব থেকে ৫৩৫ জন, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৯ জন, ইরাক থেকে ৫ জনকে ফেরানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি ভিক্ষুকদের এভাবে ফেরানোর ঘটনার শিকড় ছড়িয়ে গিয়েছে অনেক গভীরে। পাকিস্তানের আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে এই বিষয়টি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এর পিছনে রয়েছে একাধিক আর্থ-সামাজিক এবং পরিকাঠামোগত বিষয়।
অভাব, দারিদ্র্য পরিস্থিতি পাকিস্তানের আজকের সমস্যা নয়। এ দেশের একটা বড় অংশের জনসংখ্যা চরম অর্থকষ্টে রয়েছেন বহু বছর ধরেই। অভাব ঘোচাতে অনেকেই বাধ্য হয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। বেঁচে থাকার অন্যতম জীবিকা হয়ে ওঠে এটি। একটু বেশি অর্থলাভের আশায়, কাজের খোঁজে অনেকেই পাড়ি দেন বিদেশে। তবে সেখানেও বেশিরভাগ মানুষই বিশেষ সুবিধা করে উঠতে পারেন না। পরিণাম হয় সেই ভিক্ষাবৃত্তিই। বিদেশের মাটিতে থাকা এই সমস্ত পাকিস্তানি ভিক্ষুকদেরই ফেরত পাঠানো হচ্ছে ২০২৪ সাল থেকে। ইতিমধ্যেই সংখ্যা ৫০০০ পার করে ফেলেছে।























