Pakistan : লজ্জাহীন পাকিস্তান ! ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা, সীমান্তে গুলিবর্ষণ পরপর ৫ দিন
সতর্ক জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। অন্য দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

নয়াদিল্লি:৭দিন পার। এখনও পহেলগাঁওকাণ্ডের জঙ্গিরা অধরাই। ক্ষিপ্রতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে নিরাপত্তাবাহিনী। চলছে জোরদার তল্লাশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারবার হুঁশিয়ারি দিয়েছেন। সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রের যে কোনও সিদ্ধান্তে পাশে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান জোরদার হয়েছে। এরই মধ্যে এই নিয়ে পরপর পাঁচ দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এই পরিস্থিতিতে সতর্ক জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। অন্য়দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
পরপর পাঁচদিন পাকিস্তান কুপওয়ারা ও বারামুলাসহ বিভিন্ন জায়গায় গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাও পাকিস্তানকে জবাব দিয়েছে। সোমবার ও মঙ্গলবার রাতে বারামুলা ও কুপওয়ারার সঙ্গে সঙ্গে অখনুর চৌকির সংলগ্ন এলাকাতেও গুলিবর্ষণ করেছে।
পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনাও। কুপওয়াড়া থেকে অখনুর, জম্মু-কাশ্মীরের গোটা নিয়ন্ত্রণরেখায় গুলি চালাচ্ছে পাকিস্তান।
রাতভর ছোট আগ্নেয়াস্ত্র থেকে নিয়ন্ত্রণরেখায় গুলি ছুড়ছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, জঙ্গিদের সেফ প্যাসেজ দিতেই কি নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণ অব্যাহত?
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযান -
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। জম্মু ও কাশ্মীরে স্থানীয় সন্ত্রাসবাদীদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। ঘরে ঘরে ঢুকে চালানো হচ্ছে তল্লাশি। বৈসরন উপত্যকার কাছে কোকরনাগের জঙ্গল ঘিরে ফেলেছে সেনা। মনে করা হচ্ছে সংলগ্ন জঙ্গলে এখনও লুকিয়ে থাকতে পারে হামলাকারীরা। তাদের খোঁজ চলছে।
পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর ভারত কূটনৈতিক ভাবে চাপে রেখেছে পাকিস্তানকে। বিশ্বের তাবড় শক্তিগুলোর অনেকেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এদিকে চিনের সঙ্গে কথোপকথন সেরে রেখেছে পাকিস্তান। বেজিংয়ের ভরসার হাতও রয়েছে তাদের সঙ্গে । অন্যদিকে তুরস্কের সঙ্গেও ফোনে কথা বলে রেখেছে ইসলামাবাদ। সূত্রের দাবি, তুরস্ক থেকে একটি গোপন বিমান পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তান নাকি তুরস্ক গোলাবারুদ আনিয়েছে।
এদিকে জল-স্থল-আকাশ। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে তৈরি ভারতের তিন সামরিক বাহিনী। শুধু আদেশ পেলেই ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাঁওয়ের হামলার পর ভারতের রক্ত ফুটছে। আর ভারতের এই গর্জনে দিশেহারা হয়ে, পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। সে-দেশের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, "আমাদের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলিকে শুধুমাত্র মডেল বানিয়ে রাখার জন্য নয়।" তথ্য বলছে, পরমাণু অস্ত্রের নিরিখে পাকিস্তানকে টপকে গেছে ভারত। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস বা FAS-কে দেওয়া স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্সেস রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে এখন অন্তত ১৮০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। আর পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক ১৭০টি।
এখন দেখার জল কোনদিকে গড়ায়।






















