এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী আমাদের শুধু হেডলাইন, খালি পৃষ্ঠা দিলেন! মোদির আর্থিক প্যাকেজকে কটাক্ষ চিদম্বরমের
বিকালের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার প্রাক্কালে নির্মলা ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, এটা শুধুমাত্র আর্থিক প্যাকেজ হবে না, সংস্কার চাঙ্গা করার উদ্দীপক হবে। পুরো মানসিকতার খোলনলচে বদলে সরকার চালানোর ওপর জোর দেওয়া হবে এতে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গলবার রাতের ঘোষণা করা আর্থিক প্যাকেজকে কটাক্ষ পি চিদম্বরমের। প্রধানমন্ত্রী আমাদের শুধু হেডলাইন আর একটা ফাঁকা পৃষ্ঠা দিলেন, ট্যুইট করেছেন তিনি।
গতকাল রাতে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণে নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে চালু লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর কথা ঘোষণা করে বেহাল অর্থনীতির স্বার্থে ২০ লক্ষ কোটি টাকার বিরাট প্যাকেজের কথা বলেন মোদি। অর্থনীতির ওপর করোনা, লকডাউনের ক্ষতিকর আঘাত সামলাতে এই প্যাকেজ ভারতের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ। বুধবার এ ব্য়াপারে চিদম্বরম জানান, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কীভাবে খালি পৃষ্ঠাটা ভরিয়ে তোলেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত, আজ বিকাল চারটেয় নির্মলার সাংবাদিক সম্মেলন করে মোদির ঘোষণা করা প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য, ব্যাখ্যা দেওয়ার কথা।
প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্য়াকেজের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া আর্থিক সহায়তা ও ১.৭৪ লক্ষ কোটি টাকার তহবিলও ধরা আছে। লকডাউন প্রথম চালু হওয়ার পরপরই তা ঘোষণা করা হয়েছিল।
আজ ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম গতকাল কোনও প্রতিক্রিয়া না দেওয়ার ব্যাপারে ট্যুইটে লেখেন, গতকাল প্রধানমন্ত্রী আমাদের একটা হেডিং আর একটা ফাঁকা পৃষ্ঠা দিয়েছেন। স্বাভাবিক ভাবে সেজন্য আমার প্রতিক্রিয়াও ছিল শূন্য। আজ আমরা তাকিয়ে থাকব কেমন করে অর্থমন্ত্রী ফাঁকা পৃষ্ঠাটা ভরাট করেন, সেদিকে। অবশ্যই যে প্রতিটি অতিরিক্ত পয়সা সরকার অর্থনীতিতে ঢালবে, তার হিসাব রাখব। কে, কী পেল, তার হিসাবও নেব। প্রথম যেটা দেখব, গরিব, ক্ষুধার্ত, বিধ্বস্ত পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরতে শয়ে শয়ে কিলোমিটার হেঁটে কী এর থেকে প্রত্যাশা করতে পারেন, সেটাও দেখব। জনসংখ্যার অর্ধেক অংশ, তলায় পড়ে থাকা অংশ (১৩ কোটি পরিবার) প্রকৃত অর্থে কত টাকা পেল, সেটাও খতিয়ে দেখব।
Yesterday, PM gave us a headline and a blank page. Naturally, my reaction was a blank!
Today, we look forward to the FM filling the blank page. We will carefully count every ADDITIONAL rupee that the government will actually infuse into the economy.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 13, 2020
বিকালের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার প্রাক্কালে নির্মলা ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, এটা শুধুমাত্র আর্থিক প্যাকেজ হবে না, সংস্কার চাঙ্গা করার উদ্দীপক হবে। পুরো মানসিকতার খোলনলচে বদলে সরকার চালানোর ওপর জোর দেওয়া হবে এতে। তিনি আরও বলেন, ‘আত্ম নির্ভর ভারত’ অভিযানে হকার, রাস্তার দোকানদার, ব্য়বসায়ী, ক্ষুদ্র, অতিক্ষুদ্র মাঝারি শিল্পোদ্য়োগী, সততার সঙ্গে কর দেন, এমন মধ্যবিত্ত, নির্মাতা –প্রত্যেককে সামিল করা হবে।
@PMOIndia’s vision:#AatmanirbharBharat Abhiyan to include everyone-a hawker/street vendor, a trader, a MSME, an honest tax paying middle class,a manufacturer etc. This shall not be just a financial package, but a reform stimulus, a mindset overhaul, and a thrust in governance.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 12, 2020
সিআইআই, ফিকির মতো বণিক সংগঠন প্রধানমন্ত্রীর গতকালের প্যাকেজের প্রশংসা করে তা ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে অনেকদূর নিয়ে যাবে, করোনাভাইরাস,লকডাউন পর্বে অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরাতেও সাহায্য করবে বলে অভিমত জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement