PM Modi: ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরু মোদির! কেন পালন করবেন? কীভাবে?
PM Modi Rituals: রাম মন্দির উদ্বোধনের আগে এই অনুষ্ঠান পালন করবেন মোদি। অডিও বার্তায় বললেন কারণ।
কলকাতা: রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।
অডিও বার্তায় নিজের আবেগের কথা বলেছেন মোদি। তিনি বলেন,'আমি আবেগপ্রবণ। জীবনে প্রথমবার এমন কোনও অনুভূতি হচ্ছে আমার।' X হ্যান্ডেলে অডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, 'অযোধ্যায় রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি রয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই পুণ্য তিথির সঙ্গী হব। এমন ঐতিহাসিক ও পবিত্র মুহূর্তে সারা ভারতবাসীর প্রতিনিধি হওয়ার জন্য ঈশ্বর আমায় বেছে নিয়েছেন। এর জন্য আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। জনসাধারণের আশীর্বাদ চাইছি আমি। এটা এমন সময় যখন নিজের ভাবনা শব্দে বলা খুব কঠিন, তবুও আমি আমার মতো চেষ্টা করেছি।'
এদিন দেশবাসীর উদ্দেশে প্রায় ১০ মিনিটের অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে ঘুরে-ফিরে এসেছে নানা বিষয়।
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…
আরও পড়ুন: শুধু অযোধ্যায় নয়, দেশে নানা মন্দিরে রয়েছে সোনায় মোড়া জিনিস, সেগুলি কী কী?