এক্সপ্লোর
Ram Mandir Gold Door: শুধু অযোধ্যায় নয়, দেশে নানা মন্দিরে রয়েছে সোনায় মোড়া জিনিস, সেগুলি কী কী?
Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরে ৪৪টি দরজার মধ্যে ১৪টি সোনার তৈরি হবে। শুধু এই মন্দিরই নয়, দেশে এমন একাধিক মন্দির রয়েছে যেখানে সাজানো হয়েছে সোনা দিয়ে। সেই তালিকায় কোন কোন মন্দির রয়েছে?
নিজস্ব চিত্র
1/9

পঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরের শ্রী হরমন্দির সাহেবের উপরের তলার বাইরের অংশটি ৪০০ কেজি সোনার একটি স্তর দিয়ে আবৃত করা হয়েছে। সোনার এই স্তরের কারণে এর নামকরণ করা হয়েছিল গোল্ডেন টেম্পল। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ 'গুরু গ্রন্থ সাহেব' শ্রী হরমন্দির সাহেবে রাখা আছে। এটি ভারতের সবচেয়ে ধনী গুরুদ্বারগুলির মধ্যে একটি।
2/9

অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটা তিরুমালা পাহাড়ের সপ্তম চূড়ায় নির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের একটি ৮ ফুট উঁচু মূর্তি রয়েছে। মন্দিরের গর্ভগৃহটি সোনার কাজ দিয়ে সজ্জিত। মূল মূর্তিটিকেও মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়েছে।
Published at : 12 Jan 2024 07:07 AM (IST)
আরও দেখুন






















