PM Modi On Independence Day : প্রথম চাকরিতে ঢুকছেন? লালকেল্লা থেকে ১ লাখ কোটি টাকার যোজনা ঘোষণা প্রধানমন্ত্রী মোদির
Modi Big Announcement প্রধানমন্ত্রী বলেন, ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, এই প্রকল্পের ফলে ৩.৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।

নয়াদিল্লি : কখনও নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা, কখনও পরমাণু শক্তি উৎপাদন নিয়ে বড় ঘোষণা, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্য জুড়ে রইল বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার দিকনির্দেশ। শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের যুবশক্তির জন্য বড় ঘোষণা করলেন। জানালেন খুব শিগগিরি ভারতের যুবশক্তি পেতে চলেছে "প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা" (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) । বেসরকারি খাতে যাঁরা প্রথম চাকরি পাবেন, তাঁরা কেন্দ্র থেকে পাবেন ১৫,০০০ টাকা ! এদিন প্রধানমন্ত্রী বলেন, ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, এই প্রকল্পের ফলে ৩.৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে employment-linked incentive (ELI) scheme। গত মাসেই এ কথা জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক । ২৫ জুলাই এক বিবৃতিতে মন্ত্রক জানায়, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY) দুই বছরে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। এই যোজনার সুবিধা পাবেন ১.৯২ কোটি যুবা, যাঁরা প্রথমবার চাকরি পাবেন।
এই যোজনার উদ্দেশ্য হল ভারতে বিরাট সংখ্যক কর্মসংস্থান তৈরি করা। এই যোজনার মূলত লাভবান হবেন চাকরি ক্ষেত্রে পা রাখতে চাওয়া যুবক - যুবতীদের। আগামী দুই বছরে প্রায় কয়েক কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য স্থির করে এগনো হচ্ছে। এই যোজনার আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে-মেয়েদের ১৫০০০ টাকা দেওয়া হবে। দুটি কিস্তিতে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের বেতন ১ লক্ষ টাকার কম তারাই এই সুবিধে পাবে। তাছাড়া এমপ্লয়ার বা নিয়োগকারী কোম্পানিকে EPFO-তে রেজিস্টার্ড হতে হবে । এছাড়াও আরও কিছু নিয়ম কানুন রয়েছে। এই প্রকল্পটি পেতে EPFO-রেজিস্টার্ড প্রতিষ্ঠানগুলিকে কমপক্ষে ছয় মাসের জন্য স্থায়ী ভিত্তিতে কমপক্ষে দুজন অতিরিক্ত কর্মচারী (৫০ জনের কম কর্মচারী সহ নিয়োগকর্তাদের জন্য) অথবা পাঁচজন অতিরিক্ত কর্মচারী (৫০ বা তার বেশি কর্মচারী সহ নিয়োগকর্তাদের জন্য) নিয়োগ করতে হবে।
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিকশিক ভারত গড়ে তোলার উদ্দেশে নির্দিষ্ট কিছু রোড ম্যাপ দেন। তাছাড়া ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানের কথা জানান। সিন্ধুর জল নিয়ে নাম না করে ইসলামাবাদকে ফের নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






















