এক্সপ্লোর
আমি হয়তো জন্ম দিইনি, কিন্তু প্রধানমন্ত্রী মোদি আমারও ছেলে, বললেন ‘১০০ সবচেয়ে প্রভাবশালী’র তালিকায় ওঠা শাহিনবাগের 'দাদি'
৮২ বছরের বিলকিসের পাশেই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা আয়ুষ্মান খুরানা, জৈববিজ্ঞানী রবীন্দ্র গুপ্তা , অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ২০২০-তে গোটা বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলা নানা ক্ষেত্রের ব্যক্তিদের তালিকাটি বুধবার প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনটি।

নয়াদিল্লি: ‘টাইম’ ম্য়াগাজিনের ২০২০-র বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্য়ক্তির তালিকায় জায়গা পাওয়া শাহিনবাগের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী ধরনা, সমাবেশের মুখ বিল বানো ওরফে ‘দাদি’ এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত। তিনি নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, এভাবে সম্মান পেয়ে খুব খুশি। যদিও এটা প্রত্যাশা করিনি। ৮২ বছরের বিলকিসের পাশেই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা আয়ুষ্মান খুরানা, জৈববিজ্ঞানী রবীন্দ্র গুপ্তা , অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ২০২০-তে গোটা বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলা নানা ক্ষেত্রের ব্যক্তিদের তালিকাটি বুধবার প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনটি।
মোদি সরকারের সিএএ চালু করার সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় বসেছিলেন ‘শাহিনবাগের দাদি’ সহ বহু মানুষ। বিলকিস ও তাঁরই মতো আরও দুই বৃদ্ধা সেই এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনের কণ্ঠস্বর হয়ে ওঠেন। বিলকিস উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা। তাঁর স্বামী ১১ বছর আগে মারা গিয়েছেন। তিনি শাহিনবাগেই পুত্রবধূ, নাতিনাতনীদের সঙ্গে থাকেন।
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেও বিলকিস বলেছেন, আমি কখনও স্কুলে যাইনি, শুধু কোরান পড়েছি। কিন্তু আজ খুব ভাল লাগছে, উদ্দীপনা অনুভব করছি। এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই। উনিও আমার পুত্র। আমি ওঁকে জন্ম দিইনি হয়তো, কিন্তু উনি তো আমার বোনের সন্তান। ওনার দীর্ঘ জীবন, সুখ-সমৃদ্ধি কামনা করছি।
ভারতের কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে বিলকিস বলেন, আমাদের প্রথম লড়াই করোনাভাইরাসের বিরুদ্ধে। পৃথিবী থেকে এই রোগকে মুছে ফেলতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
