(Source: ECI/ABP News/ABP Majha)
Independence Day 2023: 'ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের..', নয়া যোজনা মোদির
PM Modi on Independenceday2023 : স্বাধীনতা দিবসে নারী নের্তৃত্বাধীন উন্নয়ন নিয়ে কী বার্তা প্রধানমন্ত্রীর ?
নয়াদিল্লি: আজ ৭৭তম স্বাধীনতা দিবসে নারী নের্তৃত্বাধীন উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি।এদিন আরও একটি নয়া যোজনার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ড্রোন চালানো এবং মেরামতির প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদেরকে।'
এদিন মোদি বলেন,' একটি জিনিস যা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তা হল নারী নের্তৃত্বাধীন উন্নয়ন (Women-Led Development )। আজ আমরা গর্ব করে বলতে পারি যে, অসামরিক বিমান চলাচলে ভারতে সর্বাধিক সংখ্যক পাইলট রয়েছে। মহিলা বিজ্ঞানীরা চন্দ্রযান মিশনে নের্তৃত্ব দিচ্ছেন। জি ২০ দেশগুলিও গুরুত্ব স্বীকার করে নিয়েছে।'
এবার টানা ১০ বার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। স্বাধীনতা দিবস উপলক্ষে X হ্য়ান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানান তিনি। লেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভচ্ছা। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ, তাঁদের ভাবনাচিন্তা পূরণে অঙ্গীকার পুনর্নিশ্চিত করুন। জয় হিন্দ ! '
आप सभी को स्वतंत्रता दिवस की अनेकानेक शुभकामनाएं। आइए, इस ऐतिहासिक अवसर पर अमृतकाल में विकसित भारत के संकल्प को और सशक्त बनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
Best wishes on Independence Day. We pay homage to our great freedom fighters and reaffirm our commitment to fulfilling their vision. Jai Hind!
প্রসঙ্গত, আজ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দশমবার। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। এরপর পৌঁছন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা।
#WATCH | Prime Minister Narendra Modi hoists the National Flag at the Red Fort in Delhi, on #IndependenceDay pic.twitter.com/lO3SRCM7kZ
— ANI (@ANI) August 15, 2023
অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের ১ হাজার ৮০০ জন। লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। আকাশপথে পুষ্পবৃষ্টি করে সেনা কপ্টার। স্বাধীনতার ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লি-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, এদিন নাম না করে কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদির। 'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর।সঙ্গে তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।