PM Modi : দিল্লি বিমানবন্দর চত্বরের জমায়েতে অসুস্থ ব্যক্তি ! দেখতে পেয়ে এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
Delhi Airport : দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে সোজা বেঙ্গালুরু, সেখান থেকে নয়াদিল্লির বিমানবন্দর। বিমানবন্দরে নেমে সেখানে উপস্থিত জমায়েতের উদ্দেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি : উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে দেশ। সেই আনন্দে সামিল হতে নয়াদিল্লি নয়, সোজা বেঙ্গালুরুতে (Bengaluru) উড়ে গেছেন তিনি। ISRO বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার পর ফিরে আসেন রাজধানীতে। শনিবার দিল্লির বিমানবন্দের নামতেই প্রধানমন্ত্রীকে (PM Modi) উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তখনই প্রধানমন্ত্রী জানান, চন্দ্রযান-৩ এর সাফল্যের পর BRICS সম্মেলনে তিনি প্রচুর অভিনন্দন-বার্তা পেয়েছেন। আরও জানান, বিক্রম যেখানে অবতরণ করেছে, সেই জায়গার নাম রাখা হয়েছে 'শিবশক্তি।' আর এই সব বক্তব্য রাখার সময়ই ঘটল অঘটন। প্রধানমন্ত্রী কথা বলার সময় অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। যা চোখ এড়াল না প্রধানমন্ত্রীর। সঙ্গে সঙ্গে নিজের চিকিৎসক দলকে তাঁর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।
দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে সোজা বেঙ্গালুরু, সেখান থেকে নয়াদিল্লির বিমানবন্দর। বিমানবন্দরে নেমে সেখানে উপস্থিত জমায়েতের উদ্দেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তখনই তিনি লক্ষ্য করেন, এক ব্যক্তি অসুস্থ বোধ করছেন। বক্তব্য থামিয়ে তিনি নিজের চিকিৎসক দলকে ওই ব্যক্তিকে দেখে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন। এদিকে গরমে তখনই অসুস্থ হয়ে পড়ে যান ওই ব্যক্তি। প্রধানমন্ত্রী মেডিক্যাল টিমকে বলেন, তাঁকে হাত ধরে ভিড় থেকে বের করিয়ে নিয়ে যেতে এবং তাঁর জুতো খুলে দিতে।
পরের মাসে দিল্লিতে G20 সম্মেলন রয়েছে। সেই কথাই বলছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় BRICS সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম। চন্দ্রযান-৩-র জন্য সেখানে অনেক অভিনন্দন-বার্তা পাই। গোটা বিশ্ব অভিনন্দন জানিয়েছে। যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করে, সেই জায়গার নামকরণ করা হয়েছে 'শিবশক্তি'। চন্দ্রযান-২ পয়েন্টের নামকরণ করা হয়েছিল "তেরঙ্গা।"
প্রসঙ্গত, চাঁদের বুকে চন্দ্রযানের পা ছোঁয়ানোর দিনে দেশে ছিলেন না মোদি। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি ইসরো ও কোটি কোটি ভারতীয়র আবেগের সঙ্গে জুড়েছিলেন তিনি। তাই দেশে ফিরেই ছোটেন ইসরোর বিজ্ঞানীদের সামনে থেকে অভিবাদন জানাতে। বলেন, 'চাঁদ স্পর্শ করার ঐতিহাসিক ক্ষণ কখনও ভোলা যাবে না। এই ঘটনা বাস্তবায়িত করে দেখিয়েছেন দেশের বিজ্ঞানীরা। আপনাদের আমি স্যালুট করছি। প্রজ্ঞান চাঁদের বুকে তার ছাপ ছেড়ে যাচ্ছে। ইসরোর চন্দ্রযানের সৌজন্যে মানবসভ্যতা প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু লাগোয়া এলাকার ছবি দেখছে। আর এই কাজ করে দেখিয়েছে ভারত।'
এদিন প্রধানমন্ত্রীকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি সভাপতি জে পি নাড্ডা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এর পাশাপাশি তাঁকে স্বাগত জানাতে যাঁরা যাঁরা হাজির হয়েছিলেন, তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী।