PM Modi News: 'মুঝে ভি দের রাত হোনে ওয়ালি হে', গতকালই এবিপির অনুষ্ঠান-মঞ্চে বলেছিলেন প্রধানমন্ত্রী; ভাইরাল মোদির বক্তব্য
ABP Network India at 2047 Summit : অনেকেরই দাবি, গতকাল ওই সম্মেলন মঞ্চ থেকেই ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গভীর রাতে মাত্র ২৫ মিনিট অপারেশন চালিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। এরপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য। নয়াদিল্লিতে ভারত মণ্ডপম-এ আয়োজিত এবিপি নেটওয়ার্কের India@2047 সম্মেলনে গতকাল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বক্তব্য রাখেন। যে বক্তব্যের অংশের ক্লিপ এখন সমাজ মাধ্যমে ভাইরাল। অনেকেরই দাবি, গতকাল ওই সম্মেলন মঞ্চ থেকেই ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদি।
India@2047 সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের যে অংশ ভাইরাল হয়েছে তা হল, "ঔর মুঝে ভি..কিউকি আব দের রাত হোনে ওয়ালি হে, ফির ভি আপ ইতনি বড়ি তাদাত মে ইঁহা মওজুদ হে, ইয়ে ভি আপনি আপ মে উজ্জ্বল ভবিষ্য কি নিশানি হে (আর আমাকেও...অনেক রাত হতে চলেছে, তা সত্ত্বেও এত সংখ্যায় আপনারা উপস্থিত রয়েছেন। এটাও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ)"। এই ক্লিপেই প্রধানমন্ত্রীর ইঙ্গিত লুকিয়ে রয়েছে বলে অনেকের দাবি।
এই অংশের ক্লিপ শেয়ার করে এক্স হ্যান্ডেলে Times Algebra নামে জনৈক অ্যাকাউন্টধারী লিখেছেন, "মুঝে ভি দের রাত হোনে ওয়ালি হে...গতরাতেই মোদিজি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কিন্তু কোনও এক্সপার্ট তা ধরতে পারেননি।" অপর এক ব্যবহারকারী লিখেছেন, "গতরাতেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন মোদিজি, কিন্তু এক্সপার্টরা তা পরে বুঝতে পারেন।"
পহেলগাঁও-প্রত্যাঘাতের নীল নকশা এঁকেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আর নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। সারা দেশ যখন প্রত্যাঘাতের প্রত্যাশায় দিন গুনেছে, তখনই প্রধানমন্ত্রী শুনিয়ে দিয়েছিলেন, সন্ত্রাসবাদকে কোনও মতে আর রেয়াত নয় ! যে কোনো কোনা থেকে টেনে বের করে আনা হবে এই জঘন্যতম অপরাধীদের। অবশেষে পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অ্যাকশন নিল ভারত। অপারেশন সিন্দুর-এ মাত্র ২৫ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল ভারতীয় সেনা। আর এই অপারেশনের পরদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপর মন্ত্রিসভার সামনেই বলেন, 'সবার জন্য গর্বের দিন'। রাত জেগে অপারেশন মনিটরও করেন তিনি।
সরকারি সূত্র থেকে পিটিআই জানতে পারে, পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে "অপারেশন সিন্দুর" নামটি বেছে নেন নরেন্দ্র মোদি নিজেই। তিনি ভারতের সেই সব স্বামীহারা নারীদের সম্মান দিতেই এই অপারেশনের নাম রাখেন "অপারেশন সিন্দুর"।























