PM Narendra Modi : দ্বিতীয় দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি
Narendra Modi : এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জার্নিতে একটা নতুন অধ্যায়। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শুরু করেছিলেন সেই যাত্রা।

নয়াদিল্লি : আরও একটি রাজনৈতিক মাইলফলক অতিক্রম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভেঙে দিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরা রেকর্ড। নিরবচ্ছিন্ন মেয়াদে এখন ভারতের দ্বিতীয় দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী তিনি। আজ ২৫ জুলাই, অফিসে তিনি ৪ হাজার ৭৮ দিন পূরণ করে ফেললেন। পিছনে ফেললেন ইন্দিরা গান্ধীর ৪ হাজার ৭৭ দিনের রেকর্ড। ১৯৬৬ সালের জানুয়ারি মাস থেকে ১৯৭৭-এর মার্চ মাস পর্যন্ত টানা দায়িত্ব সামলেছেন ইন্দিরা।
এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জার্নিতে একটা নতুন অধ্যায়। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শুরু করেছিলেন সেই যাত্রা। রাজ্য ও জাতীয় স্তরে নির্বাচিত সরকারের প্রধান হিসাবে প্রায় ২৪ বছর কাটাতে চললেন তিনি। এটি আবার এমন একটি সাফল্য যা ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর ঝুলিতে নেই। বর্তমানে ব্রিটেন ও মলদ্বীপ সফরে থাকা নরেন্দ্র মোদি ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর জন্মগ্রহণকারী প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার অনন্য গৌরবও অর্জন করেছেন। হিন্দিভাষী নয় এমন একটি রাজ্য থেকে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করছেন তিনি। তিনি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে অ-কংগ্রেস প্রধানমন্ত্রী এবং প্রথম অ-কংগ্রেস নেতা যিনি কমপক্ষে দু'টি পূর্ণ মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
নিজের রাজনৈতিক ইতিহাসে দলকে টানা তিনটি জাতীয় নির্বাচনে জয়লাভের নেতৃত্ব দিয়েছেন তিনি। যা এর আগে কেবল জহরলাল নেহরুই অর্জন করেছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ গণনা করে, প্রধানমন্ত্রী মোদি তাঁর দলের মুখ হিসেবে টানা ছয়টি নির্বাচনে জয়লাভ করেছেন: তিনটি গুজরাতে এবং তিনটি জাতীয় পর্যায়ে।
প্রসঙ্গত, সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। '৭৫ বছর বয়স হয়ে গেলে সরে যাওয়া উচিত নেতাদের।' আরএসএস প্রধান মোহন ভাগবতের এমনই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সম্প্রতি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "বেচারা পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ! স্বদেশে কী প্রত্যাবর্তন - ফিরে আসার পর আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে তিনি ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৭৫ বছর পূর্ণ করবেন। " রমেশ আরও লেখেন যে, প্রধানমন্ত্রী অবশ্য আরএসএস প্রধানকেও মনে করিয়ে দিতে পারেন যে তিনিও ১১ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সী হবেন। " এক তীর, দুটি লক্ষ্য," মাইক্রো-ব্লগিং সাইটে এমনই পোস্ট করেন কংগ্রেস নেতা।























