এক্সপ্লোর
Advertisement
বোন রঙ্গোলিকে সমর্থন, বিশেষ সম্প্রদায়কে ‘সন্ত্রাসবাদী’ বলার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে থানায় নালিশ
অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে নিজেদের স্টার পরিচিতি, খ্যাতি, ভক্তকুলের অনুরাগ, অর্থ, ক্ষমতা, প্রভাবের অপব্যবহারের অভিযোগ এনেছেন দেশমুখ। ব্যক্তিগত লাভ, সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দেশে ঘৃণা-বিদ্বেষ, অসাম্য, সংঘাত ছড়ানো তাঁদের উদ্দেশ্য, বলেছেন তিনি।
মুম্বই: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিশেষ সম্প্রদায়কে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন, নিজের বোন-কাম-ম্যানেজার রঙ্গোলি চান্দেলের পক্ষে সওয়াল করেছেন, যাঁর ট্যুইটার অ্যাকাউন্ট সম্প্রতি সাসপেন্ড করা হয়েছে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর বক্তব্যের জন্য।
কঙ্গনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মুম্বইনিবাসী আইনজীবী আলি কাসফ খান দেশমুখ। অভিযোগনামায় তিনি বলেছেন, এটা নজরে রাখা জরুরি যে, এক বোন গণহত্যা, হিংসার ডাক দিয়েছেন, আর অন্য়জন বোনের দেশব্যাপী সমালোচনা, ট্যুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার পরও শুধু তাঁকে সমর্থনই করেননি, একটি বিশেষ গোষ্ঠীর গায়ে ‘সন্ত্রাসবাদী’ তকমাও সেঁটে দিয়েছেন!
অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে নিজেদের স্টার পরিচিতি, খ্যাতি, ভক্তকুলের অনুরাগ, অর্থ, ক্ষমতা, প্রভাবের অপব্যবহারের অভিযোগ এনেছেন দেশমুখ। ব্যক্তিগত লাভ, সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দেশে ঘৃণা-বিদ্বেষ, অসাম্য, সংঘাত ছড়ানো তাঁদের উদ্দেশ্য, বলেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা বলেন, কেউ যদি এমন একটা ট্যুইটও দেখাতে পারেন, যেখানে রঙ্গোলি কোনও আপত্তিকর কথা বলেছে, তবে আমরা দুজনেই প্রকাশ্যে ক্ষমা চাইব।
কঙ্গনা আরও বলেন, আমার বোন রঙ্গোলি চান্দেল নির্দিষ্ট করেই বলেছে, যারা ডাক্তার, পুলিশকর্মীদের গায়ে হাত তুলেছে, তাদের গুলি করে মারা উচিত। ফারাহ আলি খান, রিমা কাগতিজির মতো নামী লোকজন মিথ্যে অভিযোগ করছেন যে, রঙ্গোলি বিশেষ কোনও সম্প্রদায়কে নিশানা করে মন্তব্য করেছে।
কঙ্গনা সেই ভিডিও বার্তায় আরও জানান, ডাক্তার, পুলিশকর্মীদের মারধর করা লোকজন কোনও একটি বিশেষ সম্প্রদায়ের লোক, এটা তিনি ও তাঁর বোন বিশ্বাস করেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement