এক্সপ্লোর
Advertisement
জেলা সভাপতিকে অপসারণের দাবি, আসানসোলে বাবুলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
জেলা সভাপতিকে নিয়ে বিজেপির বিবাদ সামনে আসায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।
কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। নব নির্বাচিত পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের অপসারণ চেয়ে গতকাল রাতে বাবুলকে ঘিরে ধরেন বিক্ষুব্ধরা। অস্বস্তিতে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ। কর্মীদের বোঝাতে গিয়ে বাবুল জানান, তাঁকে অন্ধকারে রেখে জেলা কমিটির সম্পাদকমণ্ডলী থেকে কয়েকজনকে সরানো হয়। মাধ্যমিক পরীক্ষার সময় দলীয় কর্মীদের শান্ত হওয়ার আবেদন জানান বাবুল। ঘণ্টাদেড়েক পর ওঠে বিক্ষোভ। পরে এই বিক্ষোভ প্রসঙ্গে বাবুল জানান, বিজেপি বড় দল। কোনও বিষয়ে দলীয় কর্মীদের ক্ষোভ থাকতেই পারে। এই নিয়ে তিনি দলীয় নেতৃত্বের সাথে কথা বলবেন।
সম্প্রতি দ্বিতীয়বার পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সভাপতি পদে নির্বাচিত হন লক্ষ্মণ। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুরের ওই নেতা ফের জেলার দায়িত্ব পাওয়ার পর থেকে ক্ষুব্ধ আসানসোলের দলীয় কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, জেলা সভাপতি নিজের লোককে সংগঠনে এনে প্রকৃত কর্মীদের বাদ দিচ্ছেন। সেই লক্ষ্মণের অপসারণের দাবিতেই গতকাল রাতে আসানসোলের মহিশিলার বাড়িতে ঢোকার সময় দলীয় সাংসদকে ঘিরে ধরেন শতাধিক বিজেপি কর্মী। জেলা সভাপতির ভূমিকায় তিনিও যে খুশি নন তা বুঝিয়ে দেন বাবুল। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি।
জেলা সভাপতিকে নিয়ে বিজেপির বিবাদ সামনে আসায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপির পতন হচ্ছে, এগুলো তারই লক্ষ্মণ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement