PM Modi: মোদিকে দেখেই উঠল 'ভারত মাতা কি জয়' স্লোগান, জাপানে প্রধানমন্ত্রীকে বরণ ভারতীয়দের
PM Narendra Modi: "হর হর মোদি", "মোদি মোদি", "বন্দে মাতরম" এবং "ভারত মাতা কি জয়" স্লোগান হোটেলে প্রতিধ্বনিত হয়েছিল যখন ভারতীয় প্রবাসীরা প্রধানমন্ত্রীকে দেখে।
নয়া দিল্লি: কোয়াড বৈঠকে যোগ দিতে জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী। টোকিও পৌঁছোনোর পর ট্যুইটারে নরেন্দ্র মোদি জানিয়েছেন, জাপানে কোয়াড বৈঠক ছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। টোকিও বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সে দেশে বসবাসকারী অনেক ভারতীয়ও।
সোমবার হোটেল নিউ ওটানিতে ভারতীয় প্রবাসীদের তরফে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সম্বর্ধনা জানান হয়। "হর হর মোদি", "মোদি মোদি", "বন্দে মাতরম" এবং "ভারত মাতা কি জয়" স্লোগান হোটেলে প্রতিধ্বনিত হয়েছিল যখন ভারতীয় প্রবাসীরা প্রধানমন্ত্রীকে দেখে। বিভিন্ন ভাষায় "স্বাগত" শব্দ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা গেছে শিশুদের।
Japan’s Indian community has made pioneering contributions in different fields. They have also remained connected with their roots in India. I thank the Indian diaspora in Japan for the warm welcome. pic.twitter.com/cfMCzM4XVf
— Narendra Modi (@narendramodi) May 23, 2022
Landed in Tokyo. Will be taking part in various programmes during this visit including the Quad Summit, meeting fellow Quad leaders, interacting with Japanese business leaders and the vibrant Indian diaspora. pic.twitter.com/ngOs7EAKnU
— Narendra Modi (@narendramodi) May 22, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত এক শিশুর সঙ্গেও কথা বলেন এবং তার জন্য একটি অটোগ্রাফ দেন। প্রধানমন্ত্রী সেই শিশুকে বলেন, "বাবাহ! তুমি হিন্দি কোথা থেকে শিখলে? খুব ভাল জানো তো"! এদিকে ভারতীয়রা জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে অত্যন্ত আনন্দিত। প্রবাসীরা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদিকে জাপানে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আমাদের সর্বত্র গর্বিত করেছেন।"
কোয়াদ সামিটে যোগ দিতে ২৩ এবং ২৪ মে জাপান সফরে থাকবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে গঠিত হয়েছে কোয়াদ। সামিতে যোগ দেওয়া ছাড়াও আলাদা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও জাপানের ব্যবসায়ী সম্প্রদায় এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রীর।