এক্সপ্লোর
Advertisement
হেনস্থা করেছেন প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাস, অভিযোগ এই মহিলার
কী ভাবে নিক ও তাঁর দুই ভাই কেভিন ও জো তাঁকে হেনস্থা করেছেন, সে বিষয়ে একাধিক টুইট করেছেন গ্যারন।
: প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী তথা পপ তারকা নিক জোনাস এবং তাঁর ভাইদের বিরুদ্ধে উৎপীড়ন ও হুমকির অভিযোগ তুললেন এক কৃষ্ণাঙ্গ টেলর গ্যারন। এই ঘটনার জেরে নেটিজেনদের একাংশের সমালোচনা মুখে পড়েছেন জোনাস-ভাইয়েরা। এ ব্যাপারে অবশ্য তাঁদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
কী ভাবে নিক ও তাঁর দুই ভাই কেভিন ও জো তাঁকে হেনস্থা করেছেন, সে বিষয়ে একাধিক টুইট করেছেন গ্যারন। টুইটারে নিজের হ্যান্ডলে তিনি লিখেছেন, মেসিস ডে প্যারেডে আমি জোনাস ভাইদের কাছাকাছি ছিলাম। ওই সময় দুই ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।
happy thanksgiving one time i was on a float in the macy’s day parade with the jonas brothers and they were mean to me xo
— taylor garron (@taylorgarron) November 26, 2020
i am this blur it was raining and i was being bullied by a band of lip syncing siblings, all in all a great experience pic.twitter.com/g0sPvTPSxY
— taylor garron (@taylorgarron) November 26, 2020
এই ঘটনা সম্পর্কে আর বিশেষ কিছু খোলসা করেননি ওই কৃষ্ণাঙ্গ মহিলা। তাঁর পাশে দাঁড়িয়েছেন নেট নাগরিকদের একটা বড় অংশ। এক জন নেটিজেন জানিয়েছেন, জোনাস ভাইদের এমন উৎপীড়নের নজির রয়েছে। তিনি লিখেছেন, আমার বাবা জোনাস ভাইদের ঘৃণা করেন। কারণ, বাবা একটি হোটেল-রেস্তরাঁয় কাজ করতেন। এই জো জোনাস চার বার তাঁর হোটেলে খাবার ফেরত পাঠিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement