এক্সপ্লোর

Rahul Gandhi: ‘মেরুকরণেই ছারখার মণিপুর, ইচ্ছে করেই ফেরানো হচ্ছে না শান্তি’, একনজরে রাহুলের ১০ মন্তব্য

No Confidence Motion: মণিপুর হিংসা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা, বিজেপি-র মেরুকরণের রাজনীতি থেকে পুঁজিপতি শিল্পপতিদের সঙ্গে কেন্দ্রের দহরম মহরম নিয়ে তোপ দাগেন রাহুল।

নয়াদিল্লি: সাংসদ হিসেবে প্রত্যাবর্তন হওয়ার পর প্রথম দিন লোকসভায় নিশ্চুপ ছিলেন তিনি। কিন্তু অনাস্থা প্রস্তাব আলোচনার দ্বিতীয় দিনে কার্যত গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা, বিজেপি-র মেরুকরণের রাজনীতি থেকে পুঁজিপতি শিল্পপতিদের সঙ্গে কেন্দ্রের দহরম মহরম নিয়ে তোপ দাগেন রাহুল। (No Confidence Motion)

মণিপুর হিংসা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করার আগে, বুধবার 'ভারত জোড়ো যাত্রা'য় নিজের অভিজ্ঞতা লোকসভায় তুলে ধরেন রাহুল। জানান, শুরুতে নিজেই উদ্দেশ্য বুঝে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে যত অগ্রসর হন, ততই বোঝেন মানুষের কথা শোনা জরুরি। মণিপুর নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সেই কথা শোনার কাজটিই করছেন না বলে এদিন মন্তব্য করেন রাহুল। 

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে আগাগোড়া নরেন্দ্র মোদিকে নিশানা করে যান রাহুল। বিজেপি-র মেরুকরণের রাজনীতিই মণিপুরকে ছারখার করে দিয়েছে বলে দাবি করেন (Rahul Gandhi Speech Highlights)। এদিন লোকসভায় মোদি সরকারকে আক্রমণ করতে যে আক্রমণাত্মক অবস্থান নেন রাহুল, তাতে তাঁর সেরা ১০ মন্তব্যে চোখ বুলিয়ে নেওয়া যাক-

আরও পড়ুন: Rahul Gandhi: ‘রাবণ দু’জনের কথা শুনতেন, মোদিজিও দু’জনের কথাই শোনেন’, অনাস্থা প্রস্তাবে আক্রমণাত্মক রাহুল

১) "ভারত জোড়ো যাত্রা'র উদ্দেশ্য নিয়ে গোড়ায় সচেতন ছিলাম না আমি। তাই সদুত্তর দিতে পারিনি। কিন্তু যেমন যেমন এগোতে শুরু করলাম, বুঝলাম দেশকে বুঝতে, দেশকে জানতেই এই যাত্রা। বুঝতে চাইছিলাম, কেন ১০ বছর ধরে লাগাতার গালিগালাজ শুনতে হয়েছে আমাকে। তাই মানুষের কথা শুনতে শুরু করি। বুঝতে পারি, অহঙ্কার এবং ঘৃণা ত্যাগ করতে হবে। তবেই দেশকে বোঝা সম্ভব।"

২) "একবারও হিংসাদীর্ণ মণিপুরে যাওয়ার সময় পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওঁর কাছে মণিপুর ভারতের অংশই নয়। এই দেশে মণিপুর আর বেঁচে নেই। মণিপুরের কথা শোনার মতো সময় নেই সরকারের কাছে। মণিপুরে ভারতকে খুন করা হয়েছে।  এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।" 

৩) "ভারত মানে দেশের মানুষের কণ্ঠ। সেই কণ্ঠস্বরকে হত্যা করেছেন আপনারা। মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন। মণিপুরের মানুষকে মেরে ভারতকে খুন করা হয়েছে। আপনারা দেশপ্রেমী নন, আপনারা দেশদ্রোহী। সেই কারণেই মণিপুরে যেতে পারছেন না প্রধানমন্ত্রী। আপনারা ভারতমাতার রক্ষাকর্তা নন, আপনারা ভারতমাতার খুনি।"

৪)  "আপনারা সর্বত্র কেরোসিন ছড়িয়ে বেড়াচ্ছেন। মণিপুরে আগুন ধরিয়েছেন। হরিয়ানাতেও একই কাজ করছেন। কারণ ভারতকে খুন করাই আপনাদের লক্ষ্য।"

৫) "লঙ্কায় হনুমান অগ্নিসংযোগ করেননি, রাবণের অহঙ্কার লঙ্কাকে ছারখার করে দিয়েছিল। রাম রাবণকে হত্যা করেননি, অহঙ্কারই রাবণকে শেষ করে দেয়।"

৬) "নরেন্দ্র মোদি যদি ভারতের কণ্ঠ না শোনেন, তাহলে কার কথা শোনেন? দু'জনের কথা শোনেন। দেখে নিন, আদানির জন্য মোদিজি কী কী করেছেন। রাবণও দু'জনের কথা শুনতেন, মেঘনাদ এবং কুম্ভকর্ণের। নরেন্দ্র মোদিও দু'জনের কথা শোনেন, অমিত শাহ এবং গৌতম আদানির। দেখে নিন, আদানির জন্য মোদিজি কী কী করেছেন।"

৭) "আমি মণিপুর বলছি বটে, কিন্তু আসল কথা হল, মণিপুর আর বেঁচে নেই। মণিপুরকে দু'টুকরো করে দিয়েছেন আপনারা। মণিপুরকে বিভাজিত করেছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন মণিপুরকে।"

৮) "মণিপুরের ত্রাণশিবিরে এক মহিলার কাছে জানতে চেয়েছিলাম কী ঘটেছে। উনি জানান, 'আমার একমাত্র ছেলেকে চোখের সামনে গুলি করে মারা হয়েছে। সারারাত ছেলের মরদেহ আগলে পড়েছিলাম। তার পর মনে ভয় ধরতে শুরু করে। বাড়ি ছেড়ে বেরিয়ে আসি'। কিছু নিয়ে আসতে পেরেছেন কিনা জানতে পারলে দেখান, কিছু কাপড় আর ছেলের একটি ছবি'।"

৯) "শেষ বার আদানিকে গুরুত্ব দেওয়ায় সমস্যা হয়েছিল। আপনাদের সিনিয়র নেতারা আহত হয়েছিলেন অত্যন্ত। আপনাদের উপরও হয়ত তার প্রভাব পড়েছিল। তার জন্য দুঃখিত আমি। কিন্তু আমি সত্যই বলেছিলাম। বিজেপি-তে আমার বন্ধুদের ভীত হওয়ার কারণ নেই। কারণ আজ আমার বক্তৃতা আদানিকে নিয়ে নয়। আদানি-গোলা ছুড়ব না আজ।"

১০) "আমি কিছু দিন আগে মণিপুর গিয়েছিলান। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একবারও যাননি। কারণ ওঁর কাছে মণিপুর ভারত নয়।"

মণিপুর হিংসা নিয়ে বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দফার আলোচনা ছিল। এদিন সেখানেই বক্তৃতা করেন রাহুল। মোদি পদবী মামলায় গত সাড়ে চার মাস লোকসভার বাইরে ছিলেন তিনি। তাঁর সাংসদপদ খারিজ হয়েছিল। দু'বছরের সাজা শুনিয়েছিল আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্ট সাজায় স্থগিতাদেশ দেওয়াতেই লোকসভায় প্রত্যাবর্তন ঘটেছে রাহুলের।

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Weather : কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
Hathras Satsang Stampede : কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
Zerodha Fee Hike: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
Advertisement
ABP Premium

ভিডিও

Hathras Stampede: 'ভোলে বাবা ভণ্ড..', হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু, নিন্দায় সরব ভক্তরাCoal Smuggling Case: কয়লা পাচার মামলায় আজ আসানসোলের সিবিআই আদালতে চার্জ গঠনের সম্ভাবনাModi On Hathrash Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ, আহতদের আরোগ্যকামনায় প্রধানমন্ত্রীRaniganj: ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather : কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?
Hathras Satsang Stampede : কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
কীসের আশায় 'ভোলেবাবা'কে দেখেই ছুটতে শুরু করলেন ভক্তরা? মৃত্যুকাণ্ডের পর কোথায় 'ভ্যানিশ' হলেন তিনি?
Zerodha Fee Hike: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়ে কাদা, খেলতেই পারেননি! ক্ষমা চাইলেন তাস্কিন
Best Stock To Buy: চলতি বছরেই দেবে দুরন্ত রিটার্ন, এই ১৬টি স্টকের হতে পারে সেরা বাজি
চলতি বছরেই দেবে দুরন্ত রিটার্ন, এই ১৬টি স্টকের হতে পারে সেরা বাজি
Hathras Satsang Stampede: 'এই নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক', হাথরসের ঘটনা নিয়ে বিরোধীদের নিশানা যোগীর
'এই নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক', হাথরসের ঘটনা নিয়ে বিরোধীদের নিশানা যোগীর
Stock Market Today: আজ এই ৮ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন দুই বাজার বিশেষজ্ঞ
আজ এই ৮ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন দুই বাজার বিশেষজ্ঞ
Hathras Satsang Stampede: হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
Embed widget