পর্যটনের স্বার্থে এবার হাতিদের জন্যও কোভিড-১৯ পরীক্ষা চালু রাজস্থানে
রাজস্থানের হাতি জগদ্বিখ্যাত, বিশেষ করে পর্যটকদের কাছে ভীষণই প্রিয়...
জয়পুর: দেশের প্রথম রাজ্য হিসেবে হাতিদের কোভিড-১৯ পরীক্ষা শুরু করল রাজস্থান।
বর্তমানে প্রতিদিন গড়ে রাজস্থানে ২৫ হাজার মানুষের কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে। এই সংখ্যার নিরিখে যা দিল্লি ও তামিলনাড়ুর পরই রাজস্থান। এবার, হাতিদের করোনা-পরীক্ষার আওতায় এনে নতুন মাইলফলক স্থাপন করল দেশের পশ্চিম প্রান্তের এই রাজ্য।
বৃহস্পতিবার থেকে জয়পুরে হাতিদের পরীক্ষা শুরু হয়েছে। এই প্রথম হাতিদের করোনাভাইরাস পরীক্ষা করা হল। এই শহরে ১১০টির বেশি হাতির বাস। এর মধ্যে ৬৩টি থাকে বিশালকায় এলিফ্যান্ট ভিলেজে। আরও ৫০টি থাকে অ্যাম্বার ফোর্টের চৌহদ্দিতে।
হাতিদের জন্য তিনদিনের স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। সেখানে প্রত্যেক হাতির লালারস সংগ্রহ করার প্রক্রিয়া চালাচ্ছেন চার পশু চিকিৎসকরা। নমুনাগুলি পাঠানো হবে বরেলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনন্টিটিউটে। স্বাস্থ্য শিবিরের আয়োজক রাজ্য বন দফতর। জানা গিয়েছে, প্রতি ৬ মাস অন্তর হাতিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাজস্থানের হাতি জগদ্বিখ্যাত। বিশেষ করে পর্যটকদের কাছে ভীষণই প্রিয়। পর্যটকরা অনেকেই এই হাতির পিঠে সওয়ার হয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন। পর্যটনে একটা বড় ভূমিকা হাতির।
স্বাস্থ্য শিবিরের আয়োজনে সহযোগী সংগঠন হাতি গাঁও বিকাশ সমিতির সভাপতি জানান, প্রায় ৮ হাজার পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাতিদের ওপর নির্ভরশীল। হাতিদের পরীক্ষা হলে তারাও সুস্থ থাকবে আর পর্যটকরাও ভরসা পাবেন।