West Bengal Election 2021: বাজল ভোটের বাদ্যি? রাজপুর-সোনারপুর দেওয়াল লিখন শুরু বিজেপির
এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। ফলে প্রার্থী ঘোষণার প্রশ্নই নেই। কিন্তু প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কোনও দল। সেই চিত্রই এবার উঠে এল দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর পুর-এলাকায়। তৃণমূলকে কটাক্ষ কোথাও কোথাও লেখা হয়েছে ছড়া। বিজেপির দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়েছে।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের বাদ্যি বাজতে আর মাত্র কয়েকটা দিন। এই আবহে আটঘাট বেঁধে নামছে সব পক্ষ। এবার রাজপুর-সোনারপুর পুর-এলাকায় দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। গত কয়েকদিন ধরেই চলছে দেওয়াল লেখার কাজ।
এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। ফলে প্রার্থী ঘোষণার প্রশ্নই নেই। কিন্তু প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কোনও দল। সেই চিত্রই এবার উঠে এল দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর পুর-এলাকায়। তৃণমূলকে কটাক্ষ কোথাও কোথাও লেখা হয়েছে ছড়া। বিজেপির দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়েছে। তৃণমূলের কটাক্ষ, কাজ নেই বলে আগেভাগে দেওয়াল লিখন। শাসক দলের দাবি, বিজেপির এই আগাম প্রচার মানুষের মনে দাগ কাটবে না।
বাংলায় ভোটের সময় দেওয়ালে দেওয়ালে প্রচারে, প্রতিপক্ষকে ছড়া, কবিতায় ব্যঙ্গ-বিদ্রুপের রেওয়াজ অনেক দিনের। ৮০, ৯০ এর দশকে দেওয়ালে দেওয়ালে এই ধরনের গ্রাফিতির রমরমা ছিল। এখন দিন বদলেছে। রাজনৈতিক ছড়া কবিতার জায়গা নিয়েছে কুকথার স্তোত্র। এমনকী দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে।
গত বুধবার এই দেওয়াল লেখা নিয়ে তরজা শুরু হয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। তৃণমূলের লেখা দেওয়ালের ওপর কালি লেপে দেওয়ার অভিযোগ ওঠে। আর তাকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। এই ঘটনার জন্য বিজেপি দায়ী বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।
আগামী ২১ ফেব্রুয়ারি বারুইপুরে দলের কর্মী সম্মেলন উপলক্ষে বারুইপুরের মাদারহাটে দেওয়াল লেখা হয় তৃণমূলের তরফে। শাসক দলের নেতাদের অভিযোগ, বুধবার রাতে বিজেপির কর্মীরা ওই দেওয়ালে কালি লেপে দেয়। মাদারহাটের তৃণমূল নেতা রক্ষিতচন্দ্র নস্কর জানান, ‘‘২১ ফেব্রুয়ারি সম্মেলন রয়েছে। তার জন্যই দেওয়াল লেখা হয়েছিল। বিজেপি দেওয়ালে কালো কালি লেপে দিয়েছে।’’ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস জানান, ‘‘আমরা একেবারেই জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওই ঘটনা ঘটেছে।’’ এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।