Ram Mandir Inauguration:'আজ থেকে দুটি বিগ্রহেরই পুজো হবে' জানালেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত
Ram Mandir Inauguration Updates: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অযোধ্যা: অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে তাঁর হাতেই নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হল। রাম ও রামলালা, দুই মূর্তিই এখন প্রতিষ্ঠিত গর্ভগৃহে।
রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা: নব নির্মিত রামলালার কৃষ্ণশিলা মূর্তিতে চক্ষুদান করেন নরেন্দ্র মোদি। প্রাণপ্রতিষ্ঠার পর মন্ত্রোচ্চারণ করে পদ্মফুল দিয়ে রামলালার পায়ে অঞ্জলি দেন মোদি। রুপোর প্রদীপ নিয়ে আরতিও করেন। রাম জন্মভূমির প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ জানিয়েছেন, "রাম ও রামলালা, দুই মূর্তিই এখন প্রতিষ্ঠিত গর্ভগৃহে। আজ থেকে পুজো হবে দুই মূর্তিরই। যে অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত ভালোভাবে হচ্ছে। রামভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে।''
বেদির ওপর দাঁড়িয়ে রয়েছেন রামলালা। মুখে তাঁর স্মিত হাসি। কপালে তিলক, হাতে তির-ধনুক। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়েই এটি গড়া হয়েছে। সূত্রের খবর, রাম মন্দিরের জন্য মন্দির কর্তৃপক্ষ তিনটি মূর্তি তৈরির বরাত দিয়েছিল। মূর্তি তৈরির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা আনা হয়েছিল। কিন্তু তা মূর্তি তৈরির কাজে লাগেনি। কারণ, খোদাইয়ের সময় বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল। পরে ঠিক হয় কালো পাথরের মূর্তি তৈরি হবে। রাম মন্দিরে রাখার জন্য ৩টি মূর্তির মধ্যে থেকে এটিকেই বেছে নেওয়া হয়েছে। বাকি দু'টি বিগ্রহ মন্দিরের অন্যত্র স্থান পাবে। যে বেদিতে রামলালা থাকবেন, সেটি ৩.৪ ফুট উঁচু। তৈরি মাকরানা পাথর দিয়ে।
এদিন সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর কপ্টার। উৎসব মুখর অযোধ্যার ছবি আকাশ পথে ভিডিও করেন মোদি। সকাল ১১টা ১৬-য় রাম জন্মভূমিতে পৌঁছন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৫-এ হাতে লাল বস্ত্র ও পুজোর উপাচার নিয়ে সিংহ দ্বার দিয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। গণেশের সামনে বসে সঙ্কল্প করে। প্রধানমন্ত্রীকে সঙ্কল্প করান সুনীল শাস্ত্রী।
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় নামল পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ