এক্সপ্লোর

Reza Pahlavi: আয়াতোল্লা খামেনেইয়ের পতন অবশ্যম্ভাবী? ফিরবে শাহি-শাসন? আমেরিকা-ইজরায়েলের সমর্থন পেতে মরিয়া যুবরাজ রেজা

Ayatollah Ali Khamenei: ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত পর্ব শুরু হতেই, পরিবর্তনের সুর টেনে সরব হন রেজা।

নয়াদিল্লি: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সুর নরম করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু ইরানের আকাশে নতুন অশান্তি ঘনিয়ে আসার ইঙ্গিত। কারণ বিদেশে বসে দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আল খামেনেইকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন যুবরাজ রেজা পহলভি। ইরানের শাসনভার হাতে নিয়ে দেশে স্বাধীনতা ও গণতন্ত্র কায়েম করবেন বলেও ঘোষণা করলেন। (Reza Pahlavi)

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত পর্ব শুরু হতেই, পরিবর্তনের সুর টেনে সরব হন রেজা। সোমবার জ্বালাময়ী ভাষণও দিতে শোনা যায় তাঁকে। বলেন, “বার্লিন দেওয়ালের সেই সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ইরানের নাগরিকদের একজোট হতে হবে, স্বৈরাচার, একনায়কতন্ত্র মুক্ত দেশ গড়ে তুলতে হবে। স্বাধীন ও গণতান্ত্রিক ইরান, যেখানে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক থাকবে আমাদের। উন্নয়ন এবং সুযোগের অভাব থাকবে না যেখানে।” (Ayatollah Ali Khamenei)

রেজার এই বক্তৃতা অনেকের মনেই সন্দেহের অবকাশ ঘটিয়েছে। তিনি ইরানের প্রেসিডেন্ট হওয়ার দিকে এগোচ্ছেন কি না, শুরু হয়েছে জল্পনা। কিন্তু দীর্ঘ পাঁচ দশক ধরে নির্বাসনে থাকা রেজা এতদিন পর হঠাৎ ইরানকে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠলেন কেন, নিজেই তার জবাব দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় বলেন, “দেশকে পরিবর্তনের পথে নেতৃত্ব দিতে চাই আমি। আমার ভাবনা খুব স্পষ্ট।” 

ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত যখন তুঙ্গে, আমেরিকা যখন তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালাচ্ছে, সেই সময়ই রেজা যেভাবে সরব হলেন, তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সেই সময় ইরানে ক্ষমতার রদবদলের পক্ষে সওয়াল করতে শোনা যাচ্ছিল আমেরিকাকেও। আমেরিকায় নিজের MAGA স্লোগান অনুসারে, ট্রাম্প MIGA-র ডাক দেন, অর্থাৎ Make Iran Great Again. বলেন, ‘বর্তমান সরকার ইরানকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে ব্যর্থ হলে, শাসক পরিবর্তন হবে না কেন?’খামেনেইকে আত্মসমর্পণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। যুদ্ধবিরতির পর যদিও উল্টো সুর গাইছেন ট্রাম্প। ইরানে শাসক বদলের কোনও অভিসন্ধি নেই বলে দাবি করছেন। 

তবে ইরানে শাসক পরিবর্তনের দাবিতে অনড় রেজা। খামেনেইকে উৎখাত করতে সামরিক পদক্ষেপেও যেতে আপত্তি নেই তাঁর। খামেনেই বিরোধী লোকজনকে একত্রিত করতে নিরাপদ প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা গর্বিত জাতি, প্রাণবন্ত জাতি, প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। আমি পাশে আছি আপনাদের। চলুন একসঙ্গে নতুন ইরান তৈরি করি।”

কিন্তু ইরানে পরিবর্তনের ডাক দেওয়ার কে রেজা? নিজেকে ইরানের দাবিদার বলে দাবিই বা করছেন কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ইরানের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে। ইরানের শেষ শাহ মহম্মদ রেজা পহলভির জ্যেষ্ঠপুত্র। ইরানের রাজার উপাধি শাহ,যার অর্থ শাহেনশাহ বা রাজার রাজা। ১৯৪১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইরান শাসন করেন মহম্মদ শাহ। মহম্মহ শাহের স্বৈরাচারী শাসন, অর্থনৈতিক অসাম্য, পশ্চিমি শক্তির প্রভাবের বিরুদ্ধে ১৯৭৮ সালে বিপ্লব শুরু হয় ইরানে।

Black Friday Massacre-কেও মহম্মদ শাহের পতনের জন্য দায়ী করা হয়। গণ বিক্ষোভ দমন করতে সেনার হাতে যথেষ্ট ক্ষমতা তুলে দেন মহম্মদ শাহ। সঠিক প্রশিক্ষণ না পাওয়া সেনাতেও রাস্তায় বন্দুক হাতে নামিয়ে দেন। এর ফল হয় ভয়ঙ্কর। ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে বিক্ষোভকারীগেল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিচালায় সেই সেনা, যাতে কমপক্ষে শতাধিক মানুষকে গুলি করে মারা হয়। গুলিবিদ্ধ হন আরও কয়েকশো। বিশেষজ্ঞদের মতে, মহম্মদ শাহের ওই আচরণই ইরানের সাধারণ মানুষের চক্ষুশূল করে তোলে তাঁকে। তাঁকে উৎখাত করতে এতটাই মরিয়া হয়ে ওঠেন সাধারণ মানুষ যে কোনও বিকল্প মেনে নিতে রাজি হয়ে যান। আর তাতেই শাহদের পতন ঘটে ইরানে।

শেষ পর্যন্ত ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি তদানীন্তন প্রধানমন্ত্রী শাপুর বখতিয়াকে রেখে, বিমানে চেপে ইরান ছেড়ে চলে যান মহম্মদ শাহ। এর পরই আয়াতোল্লা আলি খামেনেই, রুহল্লা খোমেইনিকে দেশে ফিরিয়ে আনেন বখতিয়ার। ভ্যাটিকান সিটির আদলে ইরানে Qom শহর গড়ে তুলতে আহ্বান জানান। সংবিধান অক্ষুণ্ণ রাখার পক্ষে ছিলেন বখতিয়ার। কিন্তু মেহদি বজরগনকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেন খোমোইনি। শেষমেশ ১১ ফেব্রুয়ারি ইরান রাজতন্ত্রের অবসান ঘটে।

দেশ ছাড়ার পর প্রথমে মিশরে আশ্রয় নিতে যান মহম্মদ শাহ। মরক্কো হয়ে পরে মেকিস্কোও গিয়েছিলেন তিনি। সেই সময় বাবার সঙ্গে মিশরে নির্বাসন শুরু হয় ছেলে রেজারও। উপদেষ্টারদের অনেকে রেজার পরিবর্তে ছোট ছেলে আলিকে অভিক্ত করার উপর জোর দেন। কিন্তু মহম্মদ শাহ বড় ছেলেকে বঞ্চিত করেননি। ১৯৮০ সালের ২৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহম্মদ শাহ, যার পর নিজেকে তাঁর উত্তরাধিকারী ঘোষণা করেন রেজা। সেবছর ৩১ অক্টোবর ২০ বছরের জন্মদিনে নিজেকে ইরানের রাজা ঘোষণা করেন তিনি। কিন্তু সেই সময় তাঁর পাশে দাঁড়ায়নি আমেরিকা। বরং ইরানের তদানীন্তন নয়া সরকারের প্রতিই সমর্থন জানায় তারা।

এর পরও চেষ্টা ছাড়েননি রেজা। ১৯৮২ সালে ইরানের ব্যবসায়ী তথা গুপ্তচর ইয়াকভ নিমরোদি রেজার বিরুদ্ধে মুখ খোলেন। জানান, ইজরায়েল এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা তথা সিইও অ্যাডল্ফ উইলিয়াম সুইমার এবং সৌদি আরবের ধনকুবের আদনান খাশোগির সঙ্গে মিলে ইরানে সেনা অভ্য়ুত্থান ঘটাতে তাঁকে বাধ্য করছিলেন রেজা। ইজরায়েলি সাংবাদিক স্যামুয়েল সেরগেভ জানান, রেজার প্রতি সমর্থন ছিল আমেরিকার গুপ্তচর সংস্থা CIA এবং ইজরায়েলি মন্ত্রিসভার। কিন্তু ইজরায়েলের তদানীন্তন প্রধানমন্ত্রী মেনাখেম বেজিন পদত্যাগ করলে রেজার পাশ থেকে সরে যায় সবাই। 

আমেরিকা ও ইজরায়েল সরে গেলেও, গত কয়েক দশকে বিদেশে নিজের গ্রহণযোগ্যতা গড়ে তুলতে পেরেছেন রেজা। বিশেষ করে প্রবাসী ইরানিদের সমর্থন কুড়োতে অনেকাংশেই সফল হয়েছেন তিনি। নিজের ওয়েবসাইটে রেজা দাবি করেছেন, তিনি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ইরান গড়ে তুলতে চান, যেখানে মানবাধিকার সর্বোচ্চ সম্মান পাবে। ইরানে সাংবিধানিক রাজতন্ত্র থাকবে, প্রজাতন্ত্র গড়ে উঠবে, তা ইরানের সাধারণ মানুষের হাতেই ছেড়েছেন তিনি।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তেহরানে অশান্তি ছড়ালে, সেই সময়ও স্বৈরতন্ত্র নির্মূল করার ডাক দেন রেজা। ২০১৮ সালে ওয়াশিংটন ইনস্টিটিউটফর নিয়ার ইস্ট পলিসি-তে নিজের পরিকল্পনা তুলে ধরে জানান, ইরানে ইসলামি শাসনের অবসান ঘটাতে অসামরিক সহযোগিতাও প্রয়োজন তাঁর। ২০২৩ সালে ইরানের Islamic Revolutionary Guard Corps-তে নিষিদ্ধ করার দাবি তোলেন রেজা। ব্রিটেন এবং ইউরোপিয় সরকারগুলির দ্বারস্থ হন। সে বছর স্ত্রী ইয়াসমিনের সঙ্গে তিনি ইজরায়েল পৌঁছলে শোরগোল পড়ে যায়। ২০২৩ সালে হিজাব পরা নিয়ে নীতি পুলিশের সঙ্গে ঝামেলা এবং পরবর্তীতে নিথর দেহ উদ্ধার হয় ইরানের তরুণী মাহসা আমিনির। সেই সময় রেজার সমর্থনে ৪ লক্ষ ৬০ হাজার স্বাক্ষর জমা পড়ে।

কিন্তু রেজার হাতে ইরানের শাসনব্যবস্থা তুলে দেওয়া নিয়ে মতভেদ রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রকাশ্যে ময়ূর সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার কথা যদিও বলেননি রেজা। কিন্তু যত না রাজনীতিক, তার চেয়ে বেশি নিজেকে একটি ধারার প্রতীক হিসেবে তুলে ধরছেন তিনি। ইরানের সাধারণ মানুষের মধ্যে রেজাকে নিয়ে তেমন আবেগ বা সমর্থনেও ঘাটতি রয়েছে এবং তিনি তৃণমূলস্তরের মানুষের মনে দাগ কাটতে পারেননি বলেও মত অনেকের। যদিও ২০২৪ সালে আমেরিকান রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা যায়, খামেনেইয়ের পরিবর্তে ইরানের ৮০ শতাংশ মানুষে রেজাকে মেনে নিতে রাজি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইলে, তার বিরোধিতা করেন রেজা। পরমাণু শক্তি খর্বের পরিবর্তে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার নীতি সঠিক হবে না বলে জানান। 

সম্প্রতি আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্রে হামলা চালালে রেজা জানান, এই যুদ্ধ খামেনেইয়ের যুদ্ধ। কিন্তু ইরানের সাধারণ মানুষকে যুদ্ধের মাশুল গুনতে হচ্ছে। ইসলামিক ইরানের পতন অবশ্যম্ভাবী বলে গত ১৭ জুন ঘোষণা করেন রেজা। একদিকে যুদ্ধ, অন্য দিকে অভ্যন্তরীণ বিরোধিতা, অশান্তিতে খামেনেই জেরবার বলে দাবি করেন। দেশের সেনাবাহিনীকেও খামেনেইর বিরুদ্ধে বিদ্রোহ করতে আহ্বান জানান। ইরান এবং ইজরায়েলের মধ্যে সমঝোতাতেও সায় ছিল না রেজার। কিন্তু শেষ পর্যন্ত রেজা কতটা সফল হন, তা নিয়ে সন্দিহান অনেকেই। কারণ দেশের সাধারণ মানুষ সরকারি নীতি-নিয়ম, রক্ষণশীলতার বিরুদ্ধে সরব হলেও, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ কতটা তাঁরা মেনে নেবেন, তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ সাম্প্রতিক সংঘাতপর্বে, কিছু জায়গায় বিক্ষোভ চোখে পড়লেও, পশ্চিমি আগ্রাসনের প্রতি সমর্থন চোখে পড়েনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IND vs SA: টস জিতে মারক্রামদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সূর্য, একাদশে হর্ষিত, কুলদীপ
টস জিতে মারক্রামদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সূর্য, একাদশে হর্ষিত, কুলদীপ
Messi In Kolkata: গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
Lionel Messi in Kolkata: মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের, সৌজন্য সাক্ষাতে এগিয়ে দিলেন ছেলে আব্রামকেই
মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের, সৌজন্য সাক্ষাতে এগিয়ে দিলেন ছেলে আব্রামকেই
Messi In Kolkata: মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা
মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা

ভিডিও

SSC News: পরিস্থিতিটা খারাপের দিকে এগোচ্ছে, কী করে সামলাবো নিজেরাই বুঝতে পারছি না:চাকরিহারা শিক্ষক
Shoot Out Incident: সিডনিতে একটি অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলিতে নিহত ১৬ জন। পাল্টা গুলিতে মৃত ১ আততায়ী
New Alipore Cricket tournament | নিউ আলিপুর ইয়ংস মেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
Chhok Bhanga 6Ta LIVE | আজ মুম্বইয়ে মেসি। কার দোষ, কার দায় কেন ব্যর্থ হল কলকাতা, উঠছে একাধিক প্রশ্ন
CV Ananda Bose: 'পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন', সরব হয়েছেন রাজ্যপাল | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs SA: টস জিতে মারক্রামদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সূর্য, একাদশে হর্ষিত, কুলদীপ
টস জিতে মারক্রামদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সূর্য, একাদশে হর্ষিত, কুলদীপ
Messi In Kolkata: গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
Lionel Messi in Kolkata: মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের, সৌজন্য সাক্ষাতে এগিয়ে দিলেন ছেলে আব্রামকেই
মেসিকে ঘিরে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়িয়েই অপেক্ষা শাহরুখের, সৌজন্য সাক্ষাতে এগিয়ে দিলেন ছেলে আব্রামকেই
Messi In Kolkata: মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা
মাঠ লণ্ডভণ্ড, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন, উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি, মেসি-শোয়ে কলঙ্কিত কলকাতা
Lionel Messi LIVE: রাজ্যপাল আসতেই নিভল আলো, যুবভারতীতে পৌঁছেও মাঠে ঢুকতেই পারলেন না সিভি আনন্দ বোস
রাজ্যপাল আসতেই নিভল আলো, যুবভারতীতে পৌঁছেও মাঠে ঢুকতেই পারলেন না সিভি আনন্দ বোস
MGNREGA As Pujya Bapu Yojna :১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল !  MGNREGA-র নাম বদলে হবে 'পুজ্য বাপু যোজনা' ?  
১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল !  MGNREGA-র নাম বদলে হবে 'পুজ্য বাপু যোজনা' ?  
Silver Price Record High : ২ লাখ টাকা ছাড়াল রুপোর দাম, সর্বকালের সেরা রেকর্ড, এখন আরও কিনে রাখবেন ?
২ লাখ টাকা ছাড়াল রুপোর দাম, সর্বকালের সেরা রেকর্ড, এখন আরও কিনে রাখবেন ?
Donald Trump :  ভারতকে বিপাকে ফেলতে গিয়ে সমস্যায় ট্রাম্প, মার্কিন মুলুকে ব্যবসায় ক্ষতি, দেশেই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট
ভারতকে বিপাকে ফেলতে গিয়ে সমস্যায় ট্রাম্প, মার্কিন মুলুকে ব্যবসায় ক্ষতি, দেশেই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট
Embed widget