(Source: ECI/ABP News/ABP Majha)
পানীয় জলের দাবিতে প্রতিবাদ দুর্গাপুরে
পানীয় জলের জন্য হাহাকার। প্রতিবাদে পথ অবরোধ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পানীয় জলের জন্য হাহাকার। প্রতিবাদে পথ অবরোধ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সেই প্রতিবাদে সামিল হলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী। বাজালেন ফাঁকা বালতি। বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল।
মিলছে না পর্যাপ্ত পানীয় জল। প্রতিবাদে খালি বালতি, হাঁড়ি, কলসি নিয়ে পথ অবরোধ!ভোটের মরশুমে সাধারণের সেই অবরোধের ভিড়ে দেখা মিলল বিজেপি প্রার্থীর। ফাঁকা বালতি বাজিয়ে প্রতিবাদ জানালেন তিনিও। ভোটবঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তেজ। আর এখনই চরমে উঠেছে জলকষ্ট।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের একেবারে উপকণ্ঠে জলের সমস্যায় জেরবার বাসিন্দারা। সেখানকার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, গত তিন মাস ধরে প্রবল জলসঙ্কটে ভুগছেন তাঁরা। বারবার প্রশাসনের দারস্থ হয়েও সুরাহা হয়নি।
শেষমেশ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে রবিবার পথ অবরোধে নামেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দার কথায় ‘‘তিনমাস ধরে সমস্যা চলছে, জল পাচ্ছি না, কোনও দিন একবেলা কোনও দিন তাও পাচ্ছি না, তাই পথ অবরোধ ৷’’ আরেক বাসিন্দার কথায়, ‘‘কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি, খুব সমস্যায় আছি ৷’’
কিছুক্ষণের মধ্যেই বাসিন্দাদের সঙ্গে অবরোধে যোগ দেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান তুলতেও দেখা যায় তাঁকে। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী বলেন, ‘‘তৃণমূলের চলে যাওয়ার সময় এসেছে, দেখতে পাচ্ছেন মানুষ জল পাচ্ছে না, তৃণমূল মানুষের ভোটে জেতেনি ৷’’
২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর দেবব্রত সাই বলেন, ‘‘বিজেপি অযথা রাজনীতি করছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য একটা ভাল্ব খারাপ হওয়ায় সাময়িক সমস্যা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ৷’’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়! কিন্তু তাঁদের সমস্যার সমাধান অধরাই থেকে যায়। কাজেই আর রাজনীতি নয়! এবার জলকষ্ট থেকে স্থায়ী মুক্তি হোক, চাইছেন দুর্গাপুরের মানুষ।