US Tariff on India: লেবুজল তৈরি করতে জানলে কোকা কোলা কেন কিনব? ট্রাম্পের ‘শুল্ক-শাস্তি’র পাল্টা স্বদেশী পণ্যের দাওয়াই সঙ্ঘপ্রধান ভাগবতের
Mohan Bhagwat: নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লি: ঘোষণা মতোই মধ্যরাত থেকে কার্যকর হয়েছে আমেরিকার ‘শুল্ক-শাস্তি’। সেই নিয়ে দেশের শিল্পমহল থেকে ব্যবসায়ী, সকলে যখন উদ্বিগ্ন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিদেশনীতি নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, সেই পরিস্থিতিতে স্বদেশিয়ানায় জোর দিলেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সংস্থার প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, ব্যবসা-বাণিজ্য় চলতেই থাকবে। এই মুহূর্তে চাপমুক্ত হওয়া জরুরি। (US Tariff on India)
নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের ২৫ শতাংশ মিলে, এখন থেকে ভারতীয় পণ্যের উপর থেকে ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করবে আমেরিকা। বুধবার মধ্যরাতে, ঘড়ির কাঁটা যখন ১২টা বেজে ১ মিনিটে, সেই সময় থেকেই ট্রাম্পের এই ‘শুল্ক-শাস্তি’ কার্যকর হয়েছে। (Mohan Bhagwat)
আর সেই আবহেই মুখ খুললেন ভাগবত। তাঁর কথায়, “আন্তর্জাতিক স্তরে ব্যবসা-বাণিজ্য চলতেই থাকবে। কিন্তু চাপমুক্ত হতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হওয়া উচিত। তাই স্বদেশী পণ্যের প্রচার বাড়াতে হবে আমাদের। বাণিজ্যনীতি সহযোগিতামূলক হওয়া উচিত, বাধ্য়তামূলক নয়।” ভাগবত আরও বলেন, “আত্মনির্ভর হওয়ার অর্থ আমদানি বন্ধ করে দেওয়া নয়। পারস্পরিক নির্ভরশীলতার দরুণই চলছে পৃথিবী। কিন্তু কোনও রকম চাপ থাকা উচিত নয়।” স্বদেশিয়ানা নিয়ে ভাগবতের বক্তব্য, “বাড়িতে লেবুজল তৈরি করতে পারলে, কোকা কোলা কেনার কী দরকার? বাইরে থেকে জিনিস আনলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। দেশে যা কিছু তৈরি হয়, তা বিদেশ থেকে আনার প্রয়োজন নেই। যা অতি প্রয়োজনীয় এবং যা দেশে তৈরি হয় না, সেই সবই আনা উচিত বাইরে থেকে।”
দিন কয়েক আগে ঠিক একই সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদির গলায়। তাঁর বক্তব্য ছিল, “অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে বর্তমানে রাজনীতি করতে ব্যস্ত সকলে। আমি ব্যবসায়ী, ছোট দোকানদার, কৃষক, পশুপালনকারীদের বলব, আপনাদের স্বার্থই আমার কাছে সবার আগে। যত চাপই আসুক না কেন, আমার সরকার আপনাদের ক্ষতি করতে দেবে না। একজোট হয়ে এই আঘাত সহ্য করে নেব। আপনারা দেশীয় পণ্যের উপর জোর দিন। ব্যবসায়ীরা দোকানের বাইরে বড় বোর্ড ঝোলান, যাতে লেখা থাকবে, ‘শুধুমাত্র স্বদেশী পণ্য বিক্রি হয়’।”
তবে প্রধানমন্ত্রী মোদি, ভাগবত স্বদেশিয়ানার কথা বললেও, ৫০ শতাংশ শুল্ক নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের অর্থনীতি এতে ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।























