এক্সপ্লোর
Advertisement
স্বামীকে ডিভোর্স, সৎ ছেলেকে বিয়ে রুশ মহিলার, জন্মাল মেয়েও
শ্যাভিরিনের বাবা অ্যালেক্সির সঙ্গে যখন মারিয়ানার বিয়ে হয় তখন তাঁর বয়স ৭ বছর। বিয়ের ১০ বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অ্যালেক্সি এবং মারিয়ানা ৫ সন্তান দত্তকও নেন। তবে শ্যাভিরিন ছিলেন অ্যালেক্সির প্রথম পক্ষের সন্তান।
মস্কো: সৎ ছেলেকে বিয়ে করলেন রাশিয়ার এক ইনফ্লুয়েন্সার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণ ছেলেই। সৎ ছেলেকে বিয়ের আগেই কন্যাসন্তানের মা হন তিনি। বছর ৩৫-এর ওই ব্লগারের নাম মারিয়ানা বালমাশেভা।
জানা গিয়েছে, স্বামীর ২১ বছরের ছেলে ভ্লাদিমির 'ভোভা' শ্যাভিরিনের সঙ্গে রাশিয়ার ইনফ্লুয়েন্সারের সম্পর্ক হয়। সৎ ছেলের সঙ্গে সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। জানা গিয়েছে, মাস খানেক আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মারিয়ানা বালমাশেভার। সৎ ছেলেকে বিয়ে করার জন্যই তিনি স্বামীকে ডিভোর্স দেন।
শ্যাভিরিনের বাবা অ্যালেক্সির সঙ্গে যখন মারিয়ানার বিয়ে হয় তখন তাঁর বয়স ৭ বছর। বিয়ের ১০ বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অ্যালেক্সি এবং মারিয়ানা ৫ সন্তান দত্তকও নেন। তবে শ্যাভিরিন ছিলেন অ্যালেক্সির প্রথম পক্ষের সন্তান। এবার মারিয়ানা এবং ভ্লাদিমিরের সংসারে এসেছে নতুন সদস্য। মেয়ের মা হয়েছেন মারিয়ানা। রাশিয়ার ক্রাসনোদার শহরের এক হাসপাতালে কন্যা সন্তানেক জন্ম দেন তিনি।
মা হওয়ার খবর নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন মারিয়ানা। ইনস্টাগ্রামে সদ্যোজাতর ছবি পোস্ট করেছেন তিনি। যদিও সেই ছবিতে মেয়ের মুখ দেখা যাচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement