এক্সপ্লোর
Advertisement
লকডাউনের মধ্যেই খুলে গেল বদ্রীনাথ মন্দির, প্রথম পুজো প্রধানমন্ত্রীর তরফ থেকে
দরজা খোলার পর প্রথম পুজো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে, মানবসমাজের মঙ্গল প্রার্থনায়।
বদ্রীনাথ: দীর্ঘ শীতের অবসান। ফের সাড়া জেগেছে বরফের রাজ্যে। আজ খুলে গিয়েছে বদ্রীনাথ মন্দিরের পবিত্র দরজাগুলি। তবে করোনার কারণে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
আজ ভোর সাড়ে চারটেয় ছোট করে হয় কপাট খোলা অনুষ্ঠান। রীতি মেনে গোটা অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান পুরোহিত রাওয়াল ঈশ্বরীপ্রসাদ নাম্বুদ্রি। ছিলেন মন্দির বোর্ডের হাতে গোণা কয়েকজন সদস্য ও দেবস্থানম বোর্ড সদস্যরা। জোশীমঠের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনিল চানিয়াল বলেছেন, কেন্দ্রীয় গাইডলাইন অনুযায়ী করোনা অতিমারী চলাকালীন মন্দিরে কোনও পুণ্যার্থী প্রবেশাধিকার পাবেন না।
জানা গিয়েছে, নানারকম ফুল ও পাপড়ি দিয়ে সাজানো হয় গোটা মন্দির। তবে করোনার কারণে পুরোহিতরা সকলে মাস্ক পরেছিলেন। দরজা খোলার পর প্রথম পুজো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে, মানবসমাজের মঙ্গল প্রার্থনায়। কিন্তু দর্শনার্থীরা আসতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন বদ্রীনাথ মন্দিরের ধাম অধিকারী ভুবন চন্দ্র উনিয়াল। বলেছেন, যাঁরা আসতে পারলেন না তাঁদের সকলের পক্ষ থেকে নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে প্রার্থনা করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত এবং পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ আশা প্রকাশ করেছেন, শীঘ্রই দেশ পুরোপুরি করোনা মুক্ত হবে, যত তাড়াতাড়ি সম্ভব শুরু হবে চারধাম যাত্রা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement