এক্সপ্লোর
Advertisement
পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম জায়গা সাহারা, জানালেন বিজ্ঞানীরা
সাহারার ফসিল নিয়ে এ ধরনের এত বড় গবেষণা এর আগে অন্তত ১০০ বছর হয়নি।
কলকাতা: এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা হল সাহারা মরুভূমি। পৃথিবীর এতদিনের ইতিহাসে সাহারাই ভয়ঙ্করতম জায়গা। এক সময় এই ধু ধু মরুভূমিতে উড়ন্ত সরীসৃপ, ডাইনোসর, কুমীরের মত ভয়াবহ সব শিকারী ঘুরে বেড়াত। একদল গবেষক জানিয়েছেন।
দক্ষিণ পূর্ব মরক্কোর ক্রেটাসিয়াস পাথর বিশ্লেষণ করে অদ্ভুত সব ফসিল পেয়েছেন তাঁরা। তাতে দেখা গিয়েছে, এই এলাকায় এক সময় বইত বিশাল সব নদী। জল এবং ডাঙা- দু’জায়গাই থিকথিক করত হিংস্র সব জীবজন্তুতে। এদের মধ্যে ছিল কারসারোডন্টোসরাস ও ডেল্টাড্রমিয়াসের মত ভয়ঙ্করতম ডাইনোসর।
গবেষণাপত্রের সহ লেখক পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড মার্টিল বলেছেন, নদী ভর্তি ছিল বিশাল বিশাল সব মাছ আর কুমীরে। এই জন্তুগুলো সেই মাছ খেত। এছাড়া জলে ছিল অঙ্কোপ্রিসটিস নামে পাহাড়প্রমাণ হাঙর,তাদের দাঁতগুলো ছিল ঝকঝকে দীর্ঘ ছুরির মত।
সাহারার ফসিল নিয়ে এ ধরনের এত বড় গবেষণা এর আগে অন্তত ১০০ বছর হয়নি। আমেরিকার ডেট্রয়েট, শিকাগো, মন্টানা, ইংল্যান্ডের পোর্টসমাউথ, লিসেস্টার, মরক্কোর ক্যাসাব্লাঙ্কা, কানাডার ম্যাকগিল ও প্যারিস মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরির গবেষকরা সবাই এক সঙ্গে কাজ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement