SIR Second Phase: এবার SIR-এর দ্বিতীয় পর্যায়, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে প্রক্রিয়া : CEC
Voter List: "২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবেন এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবেন।"

নয়াদিল্লি : এবার শুরু হবে SIR-এর দ্বিতীয় পর্যায়। শীঘ্রই দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন দিল্লিতে এনিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আজ আমরা এখানে SIR-এর দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনার জন্য এসেছি। বিহারের ভোটারদের অভিবাদন জানাই। সেখানে SIR সফল করার জন্য সাড়ে ৭ কোটি মানুষ যোগ দিয়েছেন। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কমিশন।"
SIR-এর প্রক্রিয়া কীভাবে ?
SIR-এর দ্বিতীয় পর্যায়ের কথা ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, যে সমস্ত রাজ্যে SIR করা হবে, সেই সমস্ত রাজ্যের ভোটার তালিকা আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে। সেই তালিকার সমস্ত ভোটারকে BLO-রা Unique Enumeration Form দেবেন। এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম গণনা ফর্মে রয়েছে তাঁরা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি হ্যাঁ হয়, তাহলে তাঁদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাঁদের নাম না থাকে, কিন্তু তাঁদের বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলে তাঁদেরও কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবেন এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবেন।"
#WATCH | Delhi: Phase 2 of SIR (Special Intensive Revision) to be carried out in 12 States/UTs.
— ANI (@ANI) October 27, 2025
CEC Gyanesh Kumar says, "...The voter list of all those states where SIR will be done will be frozen at 12 am tonight. All voters on that list will be given Unique Enumeration Forms… pic.twitter.com/62UXOnL2Bl
SIR-এর দ্বিতীয় পর্যায়ে কবে কী ?
মুখ্য নির্বাচন কমিশনার জানান, ৪ নভেম্বর-৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দেওয়া হবে।
৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
৯ ডিসেম্বর-৮ জানুয়ারি: জানানো যাবে অভিযোগ
৯ ডিসেম্বর-৩১ জানুয়ারি: অভিযোগের ভিত্তিতে শুনানি
৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
৩১ জানুয়ারির মধ্যে বাংলা-সহ ১২ রাজ্যে SIR শেষ।
#WATCH | CEC Gyanesh Kumar announces the schedule of phase 2 of SIR (Special Intensive Revision) to be carried out in 12 States/UTs.
— ANI (@ANI) October 27, 2025
Printing/Training - 28th Oct to 3rd Nov 2025
House to House Enumeration Phase - 4th Nov to 4th Dec 2025
Publication of Draft Electoral Rolls -… pic.twitter.com/TZgHoU1E4g






















