নেশার টাকা না পেয়ে নদিয়ায় মাকে 'খুন' ছেলের
অভিযোগ, এর আগেও নেশার টাকা না পেয়ে ওই ব্যক্তি তার বোনকে ধারাল অস্ত্র দিয়ে হামলা করেছিল
নদিয়া: ২৬ জুন, শুক্রবার ছিল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। কিন্তু তার ২৪ ঘণ্টা আগে, নেশার টাকা না পেয়ে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।
নদিয়ার চাকদা থানার বালিয়াডাঙ্গা যুবগোষ্ঠী সাহা পাড়ার ঘটনা। মৃতের নাম নির্মলা বিশ্বাস। বয়স ৬০। স্থানীয় সূত্রে খবর, নেশা করার টাকা নিয়ে প্রতিদিনই বাড়িতে অশান্তি করেত বৃদ্ধার ছেলে বছর ৩৮-এর সুকুমার বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেলে টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে বাড়ির একাধিক সদস্যের সঙ্গে তার বচসা হয়। গণ্ডগোল চরমে উঠলে, ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে থাকে ছেলে।
প্রৌঢ়াকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তাঁর ছোট ছেলের বউ। গুরুতর আহত অবস্থায় দুজনকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পুত্রবধূ।
এবারই প্রথম নয়, এর আগে, নেশার টাকা না পেয়ে এই ব্যক্তি তার বোনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর, পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তাঁরা সুকুমারকে পাকড়াও করে, পুলিশের হাতে তুলে দেন।
অভিযুক্তর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ক্ষুব্ধ প্রতিবেশীরা। অভিযুক্ত সুকুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে চাকদা থানার পুলিশ।