এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে গাছে বাচ্চারা, হরিয়ানার গ্রামে মোবাইল টাওয়ার বসালেন সোনু সুদ
শিশুরা দেশের ভবিষ্যত্, ওরা উন্নত ভবিষ্যতের অধিকারী হওয়ার সমান সুযোগ দাবি করতে পারে। আমার বিশ্বাস, এ ধরনের চ্যালেঞ্জ কখনই যেন কাউকে তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করা থেকে থামাতে না পারে।
![অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে গাছে বাচ্চারা, হরিয়ানার গ্রামে মোবাইল টাওয়ার বসালেন সোনু সুদ Sonu Sood installs mobile tower in Haryana village after students struggle for online access অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে গাছে বাচ্চারা, হরিয়ানার গ্রামে মোবাইল টাওয়ার বসালেন সোনু সুদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/04230911/Sonu-Sood.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: শুরু হয়েছিল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ঘোষিত একটানা লকডাউনে দেশের নানা প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাসে, ট্রেনে ঘরে ফেরানো দিয়ে। তারপর সমাজের নানা স্তরের মানুষের হাজারো সমস্যায় ত্রাতার ভূমিকায় নেমেছেন সোনু সুদ। সম্প্রতি চন্ডীগড়ের সরকারি স্কুলের পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোন দিয়েছেন। এবার মোবাইল সিগন্য়াল পেতে সমস্য়া হচ্ছে বলে মোরনির দাপানা গ্রামের একটি বাচ্চা ছেলের গাছের ডালে বসে বাকিদের হোমওয়ার্ক করতে সাহায্য করার ভিডিও প্রকাশ্যে আসার পর সেখানে আস্ত একটা মোবাইল টাওয়ার বসানোর ব্যবস্থা করে দিলেন তিনি, যাতে লাগাতার কানেক্টিভিটি পাওয়া যায়। ট্যুইটারে পোস্ট করা ভিডিওতে সোনু ও তাঁর বন্ধু করণ গিলহোত্র, দুজনকেই ট্যাগ করা হয়েছিল বলে সেটি তাঁদের নজরে পড়ে।
পিএইচডি চেম্বার পঞ্জাবের চেয়ারম্যান গিলহোত্র বলেছেন, বাচ্চাদের প্রাথমিক পড়াশোনা করতে এখনও এত কষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে। এমন কঠিন প্রতিকূল সময়ে আমরা সাধ্যমতো এধরনের বাধা পেরতে সব কিছু করব, বিপন্ন মানুষকে সাহায্য করব। ওদের সমস্যা জানার পর ইনডাস টাওয়ার্স, এয়ারটেলের সঙ্গে কথা বলি। ওরা টাওয়ার বসাতে সাহায্য করেছে। ওরা গ্রামে সার্ভে করে টাওয়ার বসানোর জায়গা ঠিক করে। ইনডাস একটি পোল বসিয়ে সচল পরিকাঠামো তৈরি করেছে। ওই এলাকায় কভারেজ চাঙ্গা হবে যাতে পড়ুয়ারা ঘরে বসেই নিরাপদে বিনা ঝামেলায় অনলাইন ক্লাস করার সুবিধা পাবে। আর সোনুর কথায়, শিশুরা দেশের ভবিষ্যত্, ওরা উন্নত ভবিষ্যতের অধিকারী হওয়ার সমান সুযোগ দাবি করতে পারে। আমার বিশ্বাস, এ ধরনের চ্যালেঞ্জ কখনই যেন কাউকে তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করা থেকে থামাতে না পারে। এই বাচ্চাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণে সাহায্য করতে গ্রামে মোবাইল টাওয়ার বসাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ওদের আর মোবাইল সিগন্যাল পেতে গাছে চড়তে হবে না।
ইনডাস টাওয়ার্সের কর্তা গগন কপূর বলেন, মোবাইল টাওয়ার টেলিকম পরিকাঠামোর একটি জরুরি অংশ, ভারতের প্রত্যন্ত এলাকায় পড়াশোনার জন্য সেরা ব্যবস্থা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মোরনি পাহাড় এলাকায় নেটওয়ার্ক কভারেজ উন্নত করায় এয়ারটেল, করন গিলহোত্রার পাশে থাকতে পারে ইনডাস টাওয়ার্স গর্বিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)