এক্সপ্লোর
ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করেছেন, এবার লকডাউনে হতাহত শ্রমিকদের ৪০০-র বেশি পরিবারকেও আর্থিক সহায়তা দিচ্ছেন সোনু সুদ
‘দবাং’ অভিনেতা এক বার্তায় বলেছেন, মৃত বা জখম পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি যাতে ওদের ভবিষ্যত্ সুরক্ষিত থাকে। ওদের সমর্থন করা আমার নিজের দায়িত্ব বলে মনে হয়।
![ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করেছেন, এবার লকডাউনে হতাহত শ্রমিকদের ৪০০-র বেশি পরিবারকেও আর্থিক সহায়তা দিচ্ছেন সোনু সুদ Sonu Sood to Extend Monetary Support to 400 Families of Deceased and Injured Migrants ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করেছেন, এবার লকডাউনে হতাহত শ্রমিকদের ৪০০-র বেশি পরিবারকেও আর্থিক সহায়তা দিচ্ছেন সোনু সুদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/04230911/Sonu-Sood.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: লকডাউনে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের সেবার ব্রত নিয়ে নেমেছিলেন বলা যায়। এতদিন নানা শহরে লকডাউনে আটকে পড়া শ্রমিকদের বাসে, ট্রেনে এমনকী বিমানেও ঘরে ফেরার বন্দোবস্ত করেছেন। কর্মসূত্রে ঘরছাড়া ছেলে ফিরে আসায় নিশ্চিত হয়েছেন উদ্বেগ, উত্কণ্ঠায় দিন কাটানো পরিবারের লোকজন। এবার সহায়তার পরিধি বাড়িয়ে লকডাউনে আটকে পড়া, ঘরে ফেরার সময় দুর্ঘটনায় হতাহত পরিযায়ী শ্রমিকদের ৪০০-র বেশি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন সোনু সুদ। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃত পরিযায়ী শ্রমিকদের ঠিকানা, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। ‘দবাং’ অভিনেতা এক বার্তায় বলেছেন, মৃত বা জখম পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি যাতে ওদের ভবিষ্যত্ সুরক্ষিত থাকে। ওদের সমর্থন করা আমার নিজের দায়িত্ব বলে মনে হয়।
৪৬ বছর বয়সি অভিনেতা ইতিমধ্যেই নিজের পয়সায় লকডাউনে কাজ হারিয়ে বিপন্ন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে বহু মানুষের চোখে ভগবানসম চরিত্রে পরিণত হয়েছেন। বাস, ট্রেনের পর গত মাসে চার্টার্ড ফ্লাইটের বন্দোবস্ত করে ৩০০-র ওপর পরিযায়ী শ্রমিককেও পরিবারের কাছে ফেরার ব্য়বস্থা করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)