(Source: ECI/ABP News/ABP Majha)
‘কোথায় অবস্থান করব সময় এলে পরিষ্কার হয়ে যাবে‘, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের
বিজেপি নেতা বলেন, ‘পদ নিয়ে আমি কোনওদিন মাথা ঘামাই নি...'
কলকাতা: রাজনীতির কোন অলিন্দে তিনি অবস্থান করছেন, তা সময় এলেই স্পষ্ট হয়ে যাবে। এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।
শুক্রবার, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শোভন বলেন, ‘মার্চ মাস থেকে মহামারীর আবহ চলছে। এই সময় রাজনৈতিক আলোচনা অভিপ্রেত কিনা প্রশ্নের মুখে।
সম্প্রতি, তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এপ্রসঙ্গ শোভন বলেন, ‘কোথায় অবস্থান করব সময় এলে পরিষ্কার হয়ে যাবে। এখনই ব্যস্ততা দেখানোর অবকাশ নেই।
শোভনের দাবি, বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার তাঁর অবকাশ হয়নি। বলেন, ‘প্রকাশ্য কর্মসূচিতে ছিলাম না। কিন্তু রাজনৈতিক পর্যালোচনা করিনি, এমন নয়।
এরসঙ্গেই তিনি মনে করিয়ে দেন যে, পদ নিয়ে ভাবেন না। বললেন, ‘পদ নিয়ে আমি কোনওদিন মাথা ঘামাই নি। অরবিন্দ মেনন বহুবার এসেছেন, কলকাতায় এলেই আসেন।’
বর্তমানে, বিজেপির পক্ষে রাজ্যের কত ভোট শতাংশ রয়েছে, তার একটা আভাস দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, ‘২০১৬ সালের নির্বাচনে ভোট ভাগাভাগি হয়। প্রত্যেক জায়গায় বিজেপির ভোট ৭০-৮০ হাজার ছিল। এখন রাজ্যে ৪০ শতাংশ বিজেপির।’
তবে একইসঙ্গে মনে করিয়ে দেন, ‘পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই পরিস্থিতির ওপর নজর রাখছে মানুষ।’ তিনি বলেন, ‘করোনা থেকে ঘূর্ণিঝড় এসেছে। বাংলার সরকার তাকে একরকমভাবে ব্যাখ্যা করছে। কেন্দ্রীয় সরকার একরকমভাবে ব্যাখ্যা করছে।’