এক্সপ্লোর
Advertisement
নিজের গায়ে সাপ ছেড়ে দিলেন সৃজিত, তারপর কী হল?
মিশর রহস্য ও ইয়েতি অভিযান-এর পর সৃজিতের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন।
কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় এখন কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ছবির শ্যুটিং হচ্ছে আফ্রিকায়, ফলে জীবজন্তু যে যথেষ্ট থাকবে এটা স্পষ্ট। আর শ্যুটিংয়ের ফাঁকে নিজের গায়ে সৃজিত ছেড়ে দিলেন রংচঙে একটি সাপ!
অল্পদিন আগে সৃজিত বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে। স্ত্রীর সঙ্গে তাঁর ফেসবুক পোস্টেই সাপ নিয়ে শুরু হয় খুনসুটি। মিথিলার বক্তব্য, সাপ কথা বলতে পারে না, তাই তার ওপর এই অত্যাচার। আর এখন তুমি বিবাহিত এটা যেন ভুলো না! জবাবে সৃজিত বলেন, সাপ কথা বলতে পারে, তবে তাদের ভাষা পার্সেলটাং খুব কম লোক বুঝতে পারে। আর বহুগামিতা তো প্রকৃতির দান, তাই না? মিথিলার জবাব, ভাল কথা, প্রকৃতিতেই থাক তাহলে। বাড়ি ভেতর থেকে বন্ধ থাকবে। গুড লাক!
দম্পতির এই মধুর ঝগড়ায় নাক গলান রুদ্রনীল ঘোষও। বলেন, সাপের সঙ্গেই ছবি তুলবি তো বিয়ে করলি কেন?
মিশর রহস্য ও ইয়েতি অভিযান-এর পর সৃজিতের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন। এটিতেও কাকাবাবুর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement