এক্সপ্লোর
স্ত্রীর সঙ্গে অশান্তির জের, বাবার চড়ে মৃত্যু ছ’মাসের শিশুকন্যার

উত্তর ২৪ পরগনা: বাবার চড়ে প্রাণ গেল ছ’মাসের এক শিশুকন্যার! অভিযুক্ত বাবা সমীর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পুলিশ সূত্রে খবর, হাসনাবাদের আবাদকুলিয়াডাঙা গ্রামের বাসিন্দা সমীর মণ্ডলের সঙ্গে শুক্রবার রাতে তাঁর স্ত্রীর অশান্তি হয়। রাগের মাথায় নিজের ছ’মাসের শিশুকন্যাকে সপাটে চড়ে মারেন সমীর। গতকাল সকালে টাকি গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। রাতে স্ত্রী নীলিমা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা সমীর মণ্ডলকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















