Malda News: ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, মালদার মানিকচকে বন্ধ নৌকা চলাচল
Boatmen of Malda demanded resolution of their demand. | নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গঙ্গার দুই পাড়ের মানুষই সমস্যায় পড়েছেন।
করুণাময় সিংহ, মালদা: ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আন্তঃরাজ্য নৌকা চলাচল বন্ধ করে আন্দোলনে নামলেন মালদার মানিকচক ঘাটের মাঝিরা। ফলে শুক্রবার সকাল থেকেই গঙ্গা নদীর মানিকচকে ঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া না হলে বন্ধ থাকবে নৌকা চলাচল, দাবি মাঝিদের। নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গঙ্গার দুই পাড়ের মানুষই সমস্যায় পড়েছেন।
মালদার মানিকচকের গঙ্গার ঘাটের ওপারে ঝাড়খণ্ডের রাজমহল ঘাট। আন্তঃরাজ্য নদীপথে প্রতিদিন শয়ে শয়ে মানুষ নিজেদের প্রয়োজনে পারাপার করেন গঙ্গা। বর্তমানে গঙ্গা নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা। কারণ, দীর্ঘ কয়েকমাস ধরে আইনি জটিলতায় বন্ধ রয়েছে ভেসেল পারাপার। এরই মাঝে নৌকা চলাচল বন্ধ করে আন্দোলনের পথে যখন মাঝিরা, তখন সমস্যার মুখে দুই পাড়ের অসংখ্য মানুষ।
মানিকচক ঘাটের নৌকা চালকরা জানিয়েছেন, বহু বছর ধরে তাঁরা যাত্রীদের পারাপার করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে একাধিকবার বন্ধ হয়ে গেছে যাত্রী পারাপার। তবে সম্প্রতি প্রশাসনের তরফে যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ করে নৌকা চালানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু ওপারে ঝাড়খন্ড পুলিশ অত্যাচার চালাচ্ছে মাঝিদের উপর। অভিযোগ, যাত্রী নিয়ে নৌকা ওপারে গেলেই পুলিশ মাঝিদের মারধর করছে, এমনকী আটক করে থানায় নিয়ে যাচ্ছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মাঝিরা। তাই সুবিচারের চেয়ে শুক্রবার সকাল থেকেই নদীপথে নৌকা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখে আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। তাঁদের দাবি, প্রশাসন মাঝিদের সমস্যার দ্রুত সমাধান করে সুষ্ঠুভাবে নৌকা চলাচলের ব্যবস্থা করুক। তা না হলে বন্ধ থাকবে নৌকা চলাচল।
এদিকে, নৌকা চলাচল পুরোপুরি বন্ধ থাকায় মানিকচক ঘাটে আটকে পড়েছেন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ। নৌকা চলাচল না হলে তাঁদের সমস্যা বাড়বে বলেই আশঙ্কা। যাত্রীরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা সহ ব্যবসায়িক কাজকর্মের ক্ষেত্রে প্রতিনিয়ত তাঁদের পারাপার করতে হয়। কিন্তু এভাবে হঠাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কী করে তাঁরা বাড়ি ফিরবেন, সেটা বুঝে উঠতে পারছেন না। দ্রুত কোনও ব্যবস্থা করে সকল যাত্রীকে ওপারে ফেরানোর ব্যবস্থা হোক, দাবি যাত্রীদের।
শুক্রবার দুপুরে মাঝিরা দেখা করেন মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের সঙ্গে। তাঁরা পুলিশ প্রশাসনের কাছে ঝাড়খন্ড পুলিশের সাথে কথা বলে সুষ্ঠুভাবে নৌকা চলাচলের ব্যবস্থা করার আবেদন জানান।