বেসরকারিকরণের চক্রান্তের অভিযোগ, ইসিএলের নার্সিং কলেজে বিক্ষোভ পড়ুুয়াদের
নার্সিং কলেজ বেসরকারিকরণের রটনাকে ঘিরে এমনই বিক্ষোভের সাক্ষী রইল পশ্চিম বর্ধমানের আসানসোল।

বেসরকারিকরণের চক্রান্ত চলছে, এই অভিযোগে আজ পশ্চিম বর্ধমানের আসানসোলে ইসিএলের নার্সিং কলেজে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। পরে আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কর্তৃপক্ষের দাবি, গুজবের কারণে বিক্ষোভের ঘটনা ঘটেছে। নার্সিং কলেজ বেসরকারিকরণ করা হবে, এমন কোনও খবর তাদের কাছে নেই।
করোনা পরিস্থিতিতে আৰ্থিক বিপর্যয়ের মুখে দেশের কোটি কোটি মানুষ। এই অবস্থায় নিছক সন্দেহ, গুজব, রটনা ঘৃতাহুতি দিচ্ছে বিক্ষোভের আগুনে। নার্সিং কলেজ বেসরকারিকরণের রটনাকে ঘিরে এমনই বিক্ষোভের সাক্ষী রইল পশ্চিম বর্ধমানের আসানসোল।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল পরিচালিত কাল্লা হাসপাতাল ও নার্সিং কলেজ। বৃহস্পতিবার সকালে আচমকা বিক্ষোভ শুরু করেন নার্সিং কলেজের পড়ুয়ারা। তাঁদের দাবি, কলেজকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। ঘেরাও করা হয় কাল্লা হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারকে। বন্ধ করে দেওয়া হয় গেট। এর জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয় হাসপাতালে।
আসানসোল উত্তর থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা কোনওরকমে পরিস্থিতি সামাল দেন। এক নার্সিং পড়ুয়ার কথায়, খবর পাচ্ছি বেসরকারিকরণ করা হবে। আমাদের ভবিষ্যত্ কী? সেই কারণেই এই বিক্ষোভ। যদিও কর্তৃপক্ষের দাবি, এরকম কোনও পরিকল্পনা নেই। নিছক গুজবের জেরেই এই বিক্ষোভ।
কাল্লা হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার সোমনাথ মণ্ডল জানিয়েছেন, বেসরকারিকরণ করা হবে, এমন কোনও খবর আমাদের কাছে নেই। কেউ গুজব ছড়িয়েছে। সেই কারণেই বিক্ষোভ। কে বা কারা এই ধরনের গুজব ছড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ।






















