এক্সপ্লোর
মালদায় বোমা বিস্ফোরণে উড়ে গেল ছাত্রের বাঁ হাতের আঙুল

মালদা: মালদার হরিশ্চন্দ্রপুরে বোমা ফেটে আহত কিশোর। বিস্ফোরণে উড়ে গেল বাঁ হাতের আঙুল। রাঙাইপুর গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র মাসুদ আলম। গতকাল বিকেলে সঙ্গীদের নিয়ে গ্রামের একটি মাঠে কুল পাড়তে যায় মাসুদ। মাঠের মধ্যে পড়েছিল একটি প্লাস্টিকের ব্যাগ। কৌতূহলবশত মাসুদ সেটিতে হাত দিতেই ঘটে যায় বিস্ফোরণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে মাঠের মধ্যে বোমা এল, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















