Calcutta University : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, শুভেচ্ছা ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী
বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। সম্মানিত শতাব্দী প্রাচীন ইউনিভার্সিটি। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং' (Times Higher Education Impact Ranking 2022) - এ শীর্ষস্থানে । ২০২২-এ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘দেশের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্যের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় । ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ বিভাগে বিশ্বে ১৪তম স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফ্যাকাল্টি, গবেষক ও পড়ুয়াদের অভিনন্দন’ ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Glad to learn that the
— Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2022
Calcutta University has been ranked 1st in India among all Central and State aided public Universities and Institutes by Times Higher Education Impact Ranking 2022. (1/2)
এর আগে লেখাপড়ার মানের ভিত্তিতে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের তকমা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে অ্যাকাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লিউইউ)-র প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সেবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, পড়ুয়া এবং অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানান।
Extremely pleased to share that 2021 Academic Ranking of World Universities has informed the Government of West Bengal that Calcutta University is one of the top ranking universities in India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2021
Congratulations to all teachers, administration staff and our dear students.