Howrah Eve-Teasing ইভটিজিংকে ঘিরে দু’দল যুবকের সংঘর্ষ, মৃত ১
গতকাল সন্ধেয় শিবপুরের একটি পার্কে ইভটিজিংয়ের ঘটনা ঘটে
হাওড়া: তরুণীদের উদ্দেশ্যে কটূক্তির অভিযোগ। এ নিয়ে প্রতিবাদ করায় দুই পাড়ার মধ্যে বাঁধে সংঘর্ষ। তার জেরে মৃত্যু হল এক যুবকের।
ঘটনাকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর। দোষীদের গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
শিবপুরের এই পার্কেই অশান্তির সূত্রপাত। এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হাওড়া সিটি পুলিশের হেড কোর্য়ার্টার।
অভিযোগ, সোমবার সন্ধেয় এই পার্কেই তরুণীদের উদ্দেশ্যে কটূক্তি করে স্থানীয় একটি পাড়ার কয়েকজন যুবক। এর প্রতিবাদ করে পাশের পাড়ার বাসিন্দারা।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। তখনকার মত অশান্তি না বাড়লেও, রাতে দুপক্ষের মধ্যে ফের মারামারি শুরু হয়।
রাত ১১ টা নাগাদ, লাঠি রড নিয়ে শুরু হয় মার। ভাঙচুর চালানো হয় একটি এটিএমে। ভেঙে দেওয়া হয় একাধিক গাড়ি, বাইক।
ভাঙচুর চালানো হয় আশপাশের দোকানের সাইনবোর্ডে।
সংঘর্ষে গুরুতর জখম হন গুড্ডু চৌরাশিয়া নামে এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
সকাল থেকেই দোষীদের গ্রেফতারির দাবিতে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাত থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
শিবপুর থানার পুলিস সূত্রে খবর, শ্লীলতানির অভিযোগে ২ জনকে ও সংঘর্ষ-হিংসার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।